বর্তমানে বিদ্যুতের বিকল্প হিসেবে ব্যবহার করা হয় সোলার সিস্টেম। যার মাধ্যমে বিদ্যুতের মতো করেই ভালো বাতাস সহ আরো বিভিন্ন রকম সুবিধা পাওয়া যায়। আজকে আপনাদেরকে জানাবো ৫০ থেকে ১০০০ ওয়াট সোলার প্যানেল এর দাম সম্পর্কে।
আপনারা যারা বিভিন্ন ওয়াট এর সোলার নিতে চাচ্ছেন তারা আজকের আর্টিকেলের নিচের অংশগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন তাহলে দামের ধারণা পাবেন এবং সেই ধারণা অনুযায়ী সোলার প্যানেল কিনতে পারবেন।
সোলার প্যানেল কিভাবে কাজ করে
সোলার প্যানেল সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। এবং সেটা বিদ্যুৎ এর আকারে কাজ করে থাকে। যেমন সোলার প্যানেলের কাজ করার জন্য প্রথমে সেটাকে যেখানে রোদ লাগে এরকম ফাঁকা জায়গায় প্রতিস্থাপন করতে হয়।
তারপর সেখান থেকে তারের মাধ্যমে সরাসরি বিদ্যুতের মতো বৈদ্যুতিক সংযোগ পাওয়া যায় অথবা যদি সরাসরি ব্যবহার না করা হয় তাহলে ব্যাটারি এর মাধ্যমে সেই বৈদ্যুতিক শক্তি সংগ্রহ করে পরবর্তীতে যেকোনো সময় ব্যবহার করা যায়। আর এভাবেই সোলার প্যানেল কাজ করে থাকে।
সোলার প্যানেল এর দাম 2025
সোলার প্যানেল এর দাম ওয়াট বা ক্ষমতা, প্যানেলের ধরন, ব্র্যান্ড এবং বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকে। আপনি কত ওয়াটের নিতে চাচ্ছেন সেটার উপর দাম নির্ধারণ হবে। আসুন দেখে নেওয়া যাক বেশ কিছু সোলার প্যানেল এর দাম।
| ক্রমিক নং | নাম/ওয়াট | দাম |
|---|---|---|
| ১ | সানসাইন ১০০ ওয়াট সোলার প্যানেল | ৩,০০০ – ৪,০০০ টাকা |
| ২ | জিনকো টাইগার ৬২৫ ওয়াট সোলার প্যানেল | ১১,৫০০ – ১২,০০০ টাকা |
| ৩ | ২২৫ ওয়াট লম্বা সোলার প্যানেল | ৭,০০০ – ৭,২০০ টাকা |
| ৪ | সানসাইন ৩৩০ ওয়াট সোলার প্যানেল | ৮,৩০০ – ৯,০০০ টাকা |
| ৫ | মনোক্রিস্টালাইন ৫৫০ ওয়াট সোলার প্যানেল | ১৪,৮৫০ – ১৯,২৫০ টাকা |
| ৬ | জিনকো টাইগার নিও ৫৮৫ ওয়াট সোলার প্যানেল | ১০,৫০০ – ১৩,৫০০ টাকা |
| ৭ | ১৭০ ওয়াট হাফ কাট সোলার প্যানেল | ৪,৮০০ – ৬,৮০০ টাকা |
| ৮ | ২০০ ওয়াট এন টাইপ সোলার প্যানেল | ৭২০০ – ৮,৪০০ টাকা |
| ৯ | রহিম আফরোজ ১০০ ওয়াট মনো সোলার প্যানেল | ৫,৫০০ – ৬,৫০০ টাকা |
| ১০ | ইফাদা ১৩০ ওয়াট মনো সোলার প্যানেল | ৭,২০০ – ৮,০০০ টাকা |
50 ওয়াট সোলার প্যানেলের দাম কত
৫০ ওয়াট সোলার প্যানেল সাধারণত ৩০০০ টাকা থেকে ৫০০০ টাকা এর মধ্যে হয়ে থাকে তবে কোয়ালিটি এবং ব্র্যান্ড অনুযায়ী দামের কিছুটা কম বেশি থাকতে পারে।
Mono Solar Panel 50 Watt China 12v A Grade For Single Battery এই সোলার প্যানেল টি অনলাইন থেকে ক্রয় করা যাবে যার বর্তমান দাম ৩,২৫৪ টাকা। তবে অনলাইন থেকে কেনার আগে অবশ্যই ভালো হবে যাচাই-বাছাই করবেন এবং রিভিউ দেখে নিবেন।
৬৫ ওয়াট সোলার প্যানেলের দাম কত
65 Watt Mono Solar Panel যার বর্তমান দাম ৪,৭০০ টাকা তবে বিভিন্ন জায়গা ভেদে এবং পণ্যের কোয়ালিটি অনুযায়ী দাম ৫০০০ টাকা পর্যন্ত হতে পারে। যদি অনলাইন থেকে নিতে চান তাহলে ডেলিভারি চার্জসহ কিছু টাকা বেশি লাগতে পারে।
আর অনলাইন থেকে নিলে আপনি যাচাই বাছাই করে বুঝতে পারবেন না সেজন্য পরবর্তীতে কোন সমস্যা হলে ঝামেলায় পড়তে হবে তাই আপনার নিকটস্থ দোকান থেকে সরাসরি গিয়ে ভালোভাবে যাচাই-বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে।
100 ওয়াট সোলার প্যানেলের দাম কত
100 ওয়াট সোলার প্যানেল বিভিন্ন কোম্পানি এবং কোয়ালিটি অনুযায়ী সর্বনিম্ন ৩ হাজার টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা এর মত দাম হয়ে থাকে। নিচের অংশ থেকে কয়েকটি ভালো মানের ১০০ ওয়াটের সোলার প্যানেলের দাম জেনে নিন।
1. Genetic Platinum 100W Solar Panel
- পাওয়ার: ১০০ ওয়াট
- সর্বোচ্চ পাওয়ার ভোল্টেজ: 12V
- সর্বোচ্চ সিস্টেম ভোল্টেজ: 1000V
- অপারেটিং টেম্পারেচার: 45+ ডিগ্রি সেলসিয়াস
- ওজন: ৯ কেজি
- দাম: 4000 Tk
2. Sunshine 100 W Solar Panel
- পাওয়ার: ১০০ ওয়াট
- সর্বোচ্চ পাওয়ার ভোল্টেজ: 17.8V
- সর্বোচ্চ সিস্টেম ভোল্টেজ: DC 1000V
- অপারেটিং টেম্পারেচার: 45+ ডিগ্রি সেলসিয়াস
- ওজন: ৭.৩ কেজি
- দাম: 4000 Tk
3. Rahim Afrooz 100W Mono Solar Panel
- পাওয়ার: ১০০ ওয়াট
- দাম: 6000 Tk
4. Long Ran 100W Mono Solar Panel
- পাওয়ার: ১০০ ওয়াট
- দাম: 3500 Tk
২০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত
২০০ ওয়াট সোলার প্যানেলের দাম সাধারণত ৭,০০০ টাকা থেকে ১২,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এটি প্রোডাক্ট এর গুণগত, ব্র্যান্ড এবং বাজার চাহিদা অনুযায়ী কম বেশি হতে পারে।
বর্তমানে এই সোলার প্যানেল অনেক জনপ্রিয় এটা দিয়ে এলইডি লাইট জ্বালানো যাবে ছোট ফ্যান চালানো যাবে এবং সেই সাথে আরো বেশ কিছু বৈদ্যুতিক সুযোগ সুবিধা পাওয়া যাবে।
500 ওয়াট সোলার প্যানেলের দাম কত
৫০০ ওয়াট সোলার প্যানেলের দাম বর্তমানে ১২০০০ টাকা থেকে ২০০০০ হাজার টাকা হতে পারে এটা সম্পূর্ণ নির্ভর করে সেই সোলার প্যানেলের কোয়ালিটি, ব্র্যান্ড এবং বাজার চাহিদা এর ওপর। দেখে নিন কয়েকটি ৫০০ ওয়াট সোলার প্যানেলের দাম।
| ক্রমিক নং | নাম/ওয়াট | দাম |
|---|---|---|
| ১ | Monocrystalline 550W Solar Panel | ১৯,৫০০ টাকা |
| ২ | Jinko 585W Solar Panel | ১২,০০০ টাকা |
| ৩ | Longi 550W Solar Panel | ১৬,৫০০ টাকা |
| ৪ | Longi 575W Solar Panel | ১৭,০০০ টাকা |
| ৫ | Jinko Tiger Pro 550W Solar Panel | ১২,৫০০ টাকা |
| ৬ | 585W Double Glass Solar Panel | ২০,০০০ টাকা |
এখানে শুধুমাত্র আনুমানিক দামের ধারণা দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় সোলার প্যানেলের কোয়ালিটি অনুযায়ী দামের ভিন্নতা থাকতে পারে তাই কেনার আগে অবশ্যই যাচাই-বাছাই করে কিনবেন।
১০০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত
১০০০ ওয়াট সোলার প্যানেল অনেক বড় হয়ে থাকে এবং এটার মাধ্যমে অনেক বড় বড় কার্যক্রম পরিচালনা করা যায়। বিশেষ করে মটর চালিয়ে পানি উত্তোলন করা যায় এছাড়াও বিদ্যুতিক যেগুলো কাজ রয়েছে সবগুলোই মোটামুটি এই সোলার প্যানেলের মাধ্যমে করা যায়।
বিভিন্ন ব্যান্ডের ১০০০ ওয়াটের সোলার প্যানেল পাওয়া যায় যেগুলোর বর্তমান দাম ৬০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে ব্র্যান্ড এবং কোয়ালিটি অনুযায়ী এর থেকে আরো বেশি দামে ১০০০ ওয়াট সোলার বাজারে পাওয়া যায়।
সুপার স্টার সোলার প্যানেল এর দাম ২০২৫
বর্তমানে সুপারস্টার সোলার প্যানেল বাংলাদেশের অনেক জনপ্রিয়। এটি সরাসরি বিএসটিআই অনুমোদিত সে জন্য এটি একটি ভালো সোলার প্যানেল। ওয়াট এবং কোয়ালিটি অনুযায়ী সুপারস্টারের সোলার প্যানেলের দাম জেনে নিন।
| ক্রমিক নং | ওয়াট | দাম |
|---|---|---|
| ০১ | ১০০ ওয়াট | ৫,০০০ – ৬,০০০ টাকা |
| ০২ | ২৫০ ওয়াট | ১২,০০০ – ১৫,০০০ টাকা |
| ০৩ | ৩০০ ওয়াট | ১৫,০০০ – ১৮,০০০ টাকা |
| ০৪ | ৫০০ ওয়াট | ২৫,০০০ – ২৮,০০০ টাকা |
| ০৫ | ১০০০ ওয়াট | ৫০,০০০ – ৮০,০০০ টাকা |
সোলার প্যানেল এর সুবিধা ও অসুবিধা
সোলার প্যানেল এর সুবিধা ও অসুবিধা দুটোই রয়েছে সুবিধা এবং অসুবিধা গুলো কি কি নিচে দেওয়া হলো:
সুবিধা:
- এটি একটি নবায়নযোগ্য শক্তি সরাসরি সূর্য থেকে বিদ্যুৎ উৎপন্ন করে।
- সোলার প্যানেলের আরো একটি সুবিধা হলো পরিবেশবান্ধব।
- বিদ্যুতের খরচ কম হয়।
- এটার মাধ্যমে পরিবেশ দূষণ হয় না।
- এই সংযোগ অন্যদের মাঝে সরবরাহ করে টাকা ইনকাম করা যায়।
- বিভিন্ন জমি সেচ প্রকল্পে ব্যবহার করে লাভবান হওয়া যায়।
- একবার কিনলে দীর্ঘমেয়াদি ব্যবহার করা যায়।
অসুবিধা:
- প্রথমে অনেক বেশি টাকার প্রয়োজন হয় সোলার এবং ব্যাটারি কেনার জন্য।
- বর্ষার সময় রোদ না উঠলে বিদ্যুৎ শক্তি উৎপন্ন কম হয়।
- বড় সিস্টেম সোলার প্যানেলের জন্য বড় জায়গার প্রয়োজন হয়।
- অনেক সময় সোলার প্যানেল সহ এর সাথে সংযুক্ত বিভিন্ন যন্ত্রাংশের সমস্যা হয়ে থাকে।
- বিদ্যুৎ শক্তি সংগ্রহ করার জন্য ভালো মানের ব্যাটারি প্রয়োজন হয় যার দাম অনেক টাকা।
- সোলার প্যানেল যেহেতু ফাঁকা জায়গায় থাকে সেজন্য ঝড়, শিলাবৃষ্টির মধ্যে ক্ষতিগ্রস্ত হতে পারে।
লেখকের মন্তব্য
৫০ থেকে ১০০০ ওয়াট সোলার প্যানেল এর দাম 2025 সম্পর্কে আজকের এই পোস্টে আপনাদেরকে তথ্য গুলো দেওয়া হয়েছে আশা করছি আপনারা দাম জানতে পেরেছেন এখন আপনারা যদি সোলার প্যানেল কিনতে চান তাহলে অনেকটা সুবিধা হবে।
তারপরেও যদি সোলার প্যানেল সম্পর্কিত আরো কোন প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আমরা আপনাদেরকে সেটার উত্তর দিব। আর এরকম আরো তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন ধন্যবাদ।
তথ্যসূত্র: bdstall.com





