আরএফএল ওজন স্কেল মেশিন ৫ কেজি থেকে শুরু করে ১০০০ কেজি পর্যন্ত রয়েছে যেগুলো দিয়ে বিভিন্ন জিনিসপত্র ওজন করা যায়। আজকে আপনাদেরকে জানাবো আরএফএল ওজন স্কেল কত কেজি মেশিন কত টাকা দাম।
এবং আপনারা কোথায় থেকে এই মেশিন গুলো কিনতে পারবেন তা জানানো হবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক আরএফএল ওজন স্কেল এর দামগুলো সম্পর্কে।
আরএফএল ওজন স্কেল ৫ কেজি দাম বাংলাদেশে
আর এফ এল ৫ কেজি ওজন স্কেল মেশিনের দাম বর্তমানে ৮০২ টাকা। তবে এর রেগুলার প্রাইস ৯৪৩ টাকা এগুলো দাম শুধুমাত্র অনলাইনে তবে বিভিন্ন অনলাইন শপ এবং আরএফএল এর বিভিন্ন শোরুমে দামের পার্থক্য থাকতে পারে।
আরএফএল এর পাঁচ কেজি ওজন স্কেল মেশিন দিয়ে বাসার ছোট কোন কিছু পরিমাপ করার জন্য ব্যবহার করা যাবে এছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অল্প পরিমাণ এই জিনিস ওজন করার প্রয়োজন পড়ে তারাও এই মেশিনটি ব্যবহার করতে পারেন।
পাঁচ কেজি আরএফএল স্কেল মেশিন ব্যবহার করার জন্য দুইটি ব্যাটারি প্রয়োজন হয়। এবং এই মেশিনে একটি ছোট মিটার রয়েছে ও তিনটি বাটন রয়েছে কালার অনেক সুন্দর এবং মেশিনটি টেকসই তাই আপনারা চাইলে নিতে পারেন।
আরএফএল ওজন স্কেল ১৫ কেজি দাম বাংলাদেশে
বাজারে আর এফ এল ১৫ কেজি ওয়েট স্কেল মেশিন পাওয়া যায়, যেটার বর্তমান দাম ২০০০ টাকা থেকে ২২৫০ টাকা। এই মেশিনে ব্যবহার করা হয়েছে এলসিডি ডিসপ্লে। এবং ওজন পরিমাপ করার জন্য বাটন রয়েছে সেগুলো টিপে ওজন পরিমাপ করা যায়।
এই মেশিন দিয়ে ওজন পরিমাপ করার জন্য প্রথমে কত টাকা কেজি সেটা বাটন টিপে উল্লেখ করতে হবে তারপরে জিনিস পরিমাপ করার জন্য রাখলে দাম সহ পরিমাপ হয়ে যাবে। এটা অনলাইন অথবা অফলাইন যে কোন জায়গা থেকে সংগ্রহ করতে পারেন।
আরএফএল ওজন স্কেল 20 কেজি দাম বাংলাদেশে
আর এফ এল ২০ কেজি ওজন স্কেল মেশিনের দাম ২৬২২ টাকা। এই মেশিন দিয়ে সর্বোচ্চ ২০ কেজি পর্যন্ত জিনিসপত্র পরিমাপ করতে পারবেন। এই মেশিনটি তৈরি করা হয়েছে স্টিল দিয়ে এবং মেশিনের মধ্যে ব্যাটারি রয়েছে যেটা চার্জ দিয়ে ব্যবহার করতে হয়।
চার্জিং টাইম দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত হয়ে থাকে। এই মেশিনে ব্যবহার করা হয়েছে এলইডি ডুয়াল ডিসপ্লে। ব্যাটারিটাইপ রিচার্জেবল সেই সাথে দুই বছরের ওয়ারেন্টি রয়েছে।
এই মেশিন দিয়ে মূলত সবজির দোকানে বিভিন্ন সবজি পরিমাপ করা যায় এছাড়াও বিভিন্ন মুদি দোকানে খুচরা অল্প জিনিসগুলো পরিমাপ করা যায়। এবং এই মেশিনটি অনেক মজবুত হয়ে থাকে তাই চাইলে এটা আপনারা ব্যবহার করতে পারেন।
আরএফএল ওজন স্কেল 30 কেজি দাম বাংলাদেশে
আর এফ এল ওজন স্কেল মেশিন ৩০ কেজি এর দাম ৩২২০ টাকা থেকে ৩৯০০ টাকা পর্যন্ত। তবে বিভিন্ন সময় অফারে কিনলে দাম কিছুটা কম লাগে। এই মেশিনের উপরের অংশ ব্যবহার করা হয়েছে স্টিল এবং ডুয়াল ডিসপ্লে সামনে এবং পিছনে।
এই মেশিনে অনেকগুলো বাটন ব্যবহার করা হয়েছে যেগুলো দিয়ে ওজন পরিমাপ সহ সরাসরি সেই ওজন অনুযায়ী দাম বের করা যায়।
অর্থাৎ আপনি যদি কোন জিনিসের দাম ওজন অনুযায়ী জানতে চান তাহলে প্রথমে কত টাকা কেজি সেটা টাইপিং করে দিতে হবে এবং সেই জিনিস মেশিনে রাখলে ওজন হয়ে যাবে এবং একই সাথে দামও জানতে পারা যাবে।
আরএফএল ওজন স্কেল 40 কেজি দাম বাংলাদেশে
আরএফএল ওজন স্কেল ৪০ কেজি যার বর্তমান দাম ২৮৩০ টাকা। সর্বোচ্চ ৪০ কেজি পর্যন্ত ওজন গ্রহণ করতে পারবে এবং সর্বনিম্ন ২০ গ্রাম জিনিস পরিমাপ করা যাবে। ডিসপ্লেতে সুন্দর ব্রাইট এলইডি রয়েছে যেটা দিয়ে রাতের বেলাও সুন্দরভাবে ওজন দেখা যায়।
এই মেশিনে ব্যবহার করা হয়েছে ৪ ভি/৪এ এইস রিচার্জেবল লিড এসিড ব্যাটারি। অর্থাৎ এই মেশিন বিদ্যুৎ থেকে চার্জ করে ব্যবহার করতে পারবেন। এবং আরএফএল এর ৪০ কেজি ওজন মেশিন এর অফিসিয়াল ওয়ারেন্টি ২ বছর রয়েছে।
আরএফএল ওজন স্কেল 60 কেজি দাম বাংলাদেশে
৬০ কেজি পরিমাপের আরএফএল ওজন স্কেল মেশিনের দাম ৪২৪৬ টাকা। এটি একটি স্ট্যান্ড মেশিন অর্থাৎ মেশিনের ট্রে থেকে ওজন দেখার মনিটর স্ট্যান্ড ব্যবহার করে উঁচুতে দেওয়া হয়েছে।
এবং এই মেশিনে ব্যবহার করা রয়েছে তিনটি এলইডি ডিসপ্লে যেগুলোর মাধ্যমে ওজন এবং দাম দেখা যায়। নতুন ৬০ কেজি আরএফএল স্কেল মেশিন কিনলে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে।
আরএফএল ওজন স্কেল 100 কেজি দাম বাংলাদেশে
বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আরএফএল 100 কেজি ওয়েট স্কেল মেশিন ব্যবহার করা হয়ে থাকে আর এই ১০০ কেজি আরএফএল ওজন স্কিল মেশিন এর বর্তমান দাম ৫৩৭০ টাকা। এই মেশিন দিয়ে আপনারা চাল ডাল আটা সহ সর্বোচ্চ ১০০ কেজি পর্যন্ত যেকোনো জিনিস পরিমাপ করতে পারবেন।
আর এফ এল এর এই ওজন স্কেল মেশিনে ব্যবহার করা হয়েছে লিড এসিড ব্যাটারি। ওজন দেখার জন্য এলইডি মিটার রয়েছে এবং ওজন অনুযায়ী হিসাব করার জন্য বাটন রয়েছে যেগুলো টিপে ওজন এবং একসাথে হিসাব ও করা যায়। এটি তৈরি করা হয়েছে স্টিল দিয়ে তাই অনেক মজবুত।
আরএফএল ওজন স্কেল ২০০ কেজি দাম বাংলাদেশে
আপনার যদি অনেক বেশি ওজন পরিমাপ করার প্রয়োজন হয় তাহলে আরএফএল ২০০ কেজি ওজন স্কেল মেশিন আপনার জন্য পারফেক্ট হবে কারণ এই মেশিন দিয়ে আপনি সর্বোচ্চ ২০০ কেজি পর্যন্ত যে কোন জিনিস পরিমাপ করতে পারবেন।
আরএফএল ২০০ কেজি ওজন স্কেল মেশিনের বর্তমান দাম ৭৪৫০ টাকা। তবে এটা বিভিন্ন এলাকা এবং বিভিন্ন দোকান ভেদে কিছুটা কম বেশি হতে পারে।
এই মেশিনটি অনেক ভালো তাই আপনারা নিতে পারেন তবে নেওয়ার আগে ভালোভাবে যাচাই-বাছাই করে নিবেন এবং সেই সাথে অফিসিয়ালি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে কিনা জেনে নিবেন।
আরএফএল ওজন স্কেল ৩০০ কেজি দাম বাংলাদেশে
আরএফএল ৩০০ কেজি ওয়েট স্কেল মেশিনের দাম ৮৬৭০ টাকা। এটি যেহেতু অনেক বড় মেশিন সেজন্য এই মেশিনে ব্যবহার করা হয়েছে একটি মেটাল সাপোর্ট বার এবং এই মেশিনটি স্টিল দিয়ে তৈরি করা হয়েছে। এলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সেই সাথে লিড এসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
আরএফএল ওজন স্কেল ৫০০ কেজি দাম বাংলাদেশে
আর এফ এল এর ৫০০ কেজি ওয়েট স্কেল মেশিনের দাম ১৪,২৯০ টাকা। এই মেশিনের হাইট ১০০ সেন্টিমিটার এবং মেশিনটিতে ট্রে ব্যবহার করা হয়েছে ২৪” × ৩২” মেশিনটির নিচের অংশে অনেক মজবুত মেটাল ব্যবহার করা হয়েছে সেই সাথে সাপোর্ট বার ব্যবহার করা হয়েছে।
প্রথম দেখার জন্য এবং ওজন অনুযায়ী হিসাব দেখার জন্য দুইটি এলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যদি এটি নতুন নিয়ে থাকেন তাহলে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তাই অবশ্যই এগুলো জেনে বুঝে নিবেন।
আরএফএল ওজন স্কেল ১০০০ কেজি দাম বাংলাদেশে
আরএফএল কোম্পানির সর্বোচ্চ ওজন পরিমাপ করার মেশিন ১০০০ যার বর্তমান দাম ৪৭,১৬২ টাকা। এই মেশিনের ওজন ট্রে এবং ওজন মনিটর আলাদা। ট্রে সাইজ ৩২” × ৩২” ও হাইট ১০০ সেন্টিমিটার। এটি দিয়ে আপনারা যেকোনো ধরনের জিনিসপত্র পরিমাপ করতে পারবেন। এখানে যতগুলো মেশিনের দাম আপনারা জানতে পারবেন সবগুলো অথবা ডটকম থেকে সংগ্রহ করতে পারবেন।
আরএফএল ভালো ওজন স্কেল মেশিন চেনার উপায়
আর এফ এল ভালো ওজন স্কেল মেশিন চেনার জন্য বেশ কিছু উপায় রয়েছে যেগুলো কেনার আগে অবশ্যই জানা প্রয়োজন এবং যাচাই বাছাই করে কিনা প্রয়োজন।
- অবশ্যই ভালোভাবে খেয়াল করতে হবে মেশিনটি আসল আর এফ এল কোম্পানির কিনা।
- বক্সে যদি কোন কিউআর কোড এর অপশন থাকে তাহলে সেটার মাধ্যমে যাচাই করতে হবে মেশিনটি নকল নাকি আসল।
- স্কেলের ডিসপ্লে এবং লেখাগুলো উজ্জ্বল ও পরিষ্কার হতে হবে।
- ভালো মেশিনে ওজন মাপার সময় যে সংখ্যা উঠে সেগুলো ক্লিয়ার হবে এবং লাফাবে না।
- ওজন মাপার জন্য কোন বস্তু মেশিনে তুলে দিলে সেন্সর দ্রুত কাজ করতে হবে।
- আরএফএল এর বড় মেশিনগুলো অনেক মজবুত স্টিল দিয়ে তৈরি করা হয় এটা যাচাই করবেন।
- নতুন আরএফএল-এর স্কেল মেশিনে ১ থেকে ২ বছর ওয়ারেন্টি থাকে।
এছাড়াও আর এফ এল এর নিজস্ব শোরুম অথবা অনলাইন অফলাইন অথরাইজড ডিলার থেকে আসল আরএফএল স্কেল মেশিন পেয়ে যাবেন। অথবা মেশিন সম্পর্কে ভালো বুঝে এরকম পরিচিত কেউ থাকলে তাকে সঙ্গে করে নিয়ে যেতে পারেন।
লেখকের মন্তব্য
আশা করছি বন্ধুরা আপনারা জানতে পেরেছেন আর এফ এল এর সকল ওজন স্কেল মেশিনের সঠিক দাম। তবে সময়ের পরিবর্তে দামের পরিবর্তন হতে পারে তাই অবশ্যই কেন সবাই ভালোভাবে দাম যাচাই-বাছাই করে নিতে হবে।
আর আপনাদের যদি এই ওজন মেশিন স্কেল সম্পর্কে কোন কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া বিভিন্ন জিনিসপত্রের দাম জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ধন্যবাদ।
source: othoba.com