নতুন এবং পুরাতন কম্পিউটারের দাম জেনে নিন

আপনারা অনেকেই নতুন কম্পিউটার কিনতে চান আবার অনেকেই পুরাতন কম্পিউটার কিনতে চান তাই আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো নতুন এবং পুরাতন কম্পিউটারের দাম। এছাড়া বেশ কয়েকটি ব্র্যান্ডের কম্পিউটারের দাম আলাদা ভাবে জানানো হবে।

নতুন কম্পিউটারের দাম একটু বেশি হয়ে থাকে এবং পুরাতন কম্পিউটারের দাম একটু কম হয়ে থাকে। তো আপনার বাজেট যেরকম সেরকম বাজেটের মধ্যে নতুন অথবা পুরাতন কম্পিউটার কেমন হবে জানার জন্য নিচে দেওয়া দাম গুলো দেখে নিন।

নতুন কম্পিউটার দাম কত

নতুন কম্পিউটারের দাম বিভিন্ন রকম হয়ে থাকে এটা মূলত নির্ভর করে সেই কম্পিউটারের কনফিগারেশন এর উপর প্রসেসর, স্টোরেজ, র‍্যাম এগুলোর উপর নির্ভর করে বিভিন্ন রকম দাম হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের কম্পিউটারের দাম বিভিন্ন রকম হয়।

ডেস্কটপ কম্পিউটার আলাদা ভাবে সবকিছু কিনে তৈরি করে নেওয়া যায় আর ডেক্সটপ কম্পিউটার নতুন লো কনফিগারেশন হলে সাধারণত সর্বনিম্ন ১৫০০০ টাকা থেকে শুরু হয়ে থাকে। কনফিগারেশন যত বেশি হবে এবং কোম্পানি যত ভালো হবে সেই কম্পিউটারের দাম বেশি হবে।

একটি মিডিয়াম কনফিগারেশন এর নতুন কম্পিউটারের দাম ৩৫ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে। একেবারে হাই কনফিগারেশন কম্পিউটারের দাম আনুমানিক ১ লক্ষ টাকা থেকে ৩ লক্ষ টাকা বা তার চেয়েও বেশি দাম হয়ে থাকে।

মোটকথা হলো নতুন কম্পিউটারের দাম বিভিন্ন রকম রয়েছে আপনি কি রকম দামের মধ্যে নিবেন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে এবং এজন্য কিরকম কনফিগারেশন এর কম্পিউটার নিবেন সেটা প্রথমে আপনাকে বাছাই করতে হবে তারপরে কনফিগারেশন অনুযায়ী সেই দামের মধ্যে নিতে হবে।

পুরাতন কম্পিউটারের দাম

পুরাতন কম্পিউটারের দাম নতুন কম্পিউটারের থেকে কিছুটা কম হয়ে থাকে এর কারণ হলো এটি যেহেতু ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে এবং সবকিছুই পুরাতন হয়ে গেছে।

আরো পড়ুন:  প্লাস্টিকের, স্টিলের ও কাঠের বুক সেলফ দাম ২০২৫

পুরাতন কম্পিউটার বিভিন্ন দামের রয়েছে পুরাতন কম্পিউটারের মধ্যেও বিভিন্ন রকম ভাগ রয়েছে যদি অনেক বেশি পুরাতন হয় তাহলে সেটার দাম কম হবে আর যদি অল্প পুরাতন হয় তাহলে সেটার দাম কনফিগারেশন অনুযায়ী বেশি হবে।

পুরাতন কম্পিউটারের দাম নির্ভর করে প্রসেসর, স্টোরেজ, র‍্যাম, মনিটর ডিসপ্লে, হার্ডডিক্স এবং কিরকম সার্ভিস দেয় এগুলোর ওপরে। সাধারণত একটি লো কনফিগারেশন এর পুরাতন কম্পিউটারের দাম ১০ হাজার থেকে ২০ হাজার টাকা হয়ে থাকে।

তবে যদি পুরাতন কম্পিউটারের সকল কনফিগারেশন ভালো হয় এবং মনিটর বড় এবং কোন ধরনের সমস্যা না থাকে তাহলে দাম ৩০ হাজার থেকে ৫০ হাজার বা তার বেশি টাকাও হতে পারে। আপনি যখন একটি পুরাতন কম্পিউটার কিনবেন তখন অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে কিনতে হবে।

কম্পিউটার দাম কত টাকা ২০২৫

বাজারে বিভিন্ন দামের কম্পিউটার পাওয়া যায় বাজেট একটু বেশি টাকা হবে কম্পিউটার তত ভালো হবে। অর্থাৎ কম টাকার মধ্যেও কম্পিউটার কিনতে পারবেন আবার বেশি টাকার মধ্যেও কম্পিউটার কিনতে পারবেন। বেশ কয়েকটি কম্পিউটারের দাম নিচে দেওয়া হলো:

নাম দাম
AMD Ryzen 5 8500G Desktop PC 43,500 Taka
AMD Ryzen 5 5600G Gaming Desktop PC 47,000 Taka
Core i5 12th Gen 16GB RAM Desktop 49,000 Taka
Core i7 11th Gen 16GB RAM 50,000 Taka
Intel Core i7 4th Gen 16GB RAM 24,800 Taka
Desktop PC Intel Core i7 10th Gen 32GB RAM 70,000 Taka
Core i7 10th Gen 16GB RAM Desktop PC 51,500 Taka
HP Pro One Core i7 12th Gen 16GB RAM Desktop PC 115,000 Taka
Lenovo Idea Centre Core i7 13th Gen 16GB RAM Desktop PC 106,000 Taka
AMD Ryzen 16GB RAM 512GB SSD Desktop PC 52,000 Taka

এখানে বিভিন্ন কনফিগারেশন এর নতুন কম্পিউটারের দাম দেওয়া হলো তবে আপনারা যদি সবগুলো আলাদা করে কিনে তৈরি করে নিতে চান তাহলে দামের মধ্যে কিছুটা পার্থক্য হবে। আর এগুলো কম্পিউটার আপনারা অনলাইনে বিডি স্টল থেকে নিতে পারবেন।

আরো পড়ুন:  সিঙ্গার, ওয়ালটন, ভিশন, স্যামসাং, এলজি ওয়াশিং মেশিন প্রাইস ইন বাংলাদেশ

HP কম্পিউটার দাম

HP কম্পিউটার বেশ জনপ্রিয় একটি কম্পিউটার ব্র্যান্ড। এই ব্র্যান্ডের বিভিন্ন কনফিগারেশনের ডেস্কটপ কম্পিউটার রয়েছে।

HP ব্র্যান্ডের একটি জনপ্রিয় ডেক্সটপ কম্পিউটার HP ProDesk 400 G6 Core i5 9th Gen Microtower PC যার বর্তমান দাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় ৪২ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকার মধ্যে।

HP ব্র্যান্ডের আরো একটি কনফিগারেশন ডেস্কটপ কম্পিউটার HP Pro Tower 400 G9 Core i5 12th Gen ডেক্সটপ পিসি যার বর্তমান দাম ৬৮ হাজার থেকে ৭০ হাজার টাকার মধ্যে।

আশা করছি আপনারা এইচপি ব্যান্ডের কম্পিউটারের দাম সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। তবে এখানে যে দামের ধারণা দেওয়া হলো এর থেকে অনেক বেশি দামেরও কম্পিউটার রয়েছে।

ডেল কম্পিউটার এর দাম

ডেল ডেক্সটপ কম্পিউটার অনেক জনপ্রিয় এটা বেশিরভাগ অফিস বা বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। বিভিন্ন দামের ডেল কম্পিউটার বাজারে পাওয়া যায়। বেশ কয়েকটি ডেল কম্পিউটার এর দাম নিচে দেওয়া হলো:

নাম দাম
Dell Optiplex Desktop PC Core i5 6th Gen 16GB RAM 119,574 Taka
Dell Tower Plus Intel Core ultra7 16GB RAM Desktop 84,861 Taka
Dell Pro Intel Core i5 16GB RAM Micro Desktop 77,577 Taka
Intel Core ultra-7 Dell Tower Desktop 32GB RAM 72,721 Taka
Intel Core 3 8GB RAM Dell 24 Desktop 64,222 Taka

ডেল কম্পিউটার এর অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য মতে দাম গুলো দেওয়া হয়েছে তবে এখানে যেগুলোর দাম দেওয়া হয়েছে এগুলো দাম থেকে শুরু করে আরো অনেক বেশি দামের ডেল কম্পিউটার পাওয়া যায়।

ওয়ালটন কম্পিউটার দাম

ওয়ালটন বাংলাদেশী একটি ব্র্যান্ড বর্তমানে ওয়ালটন নতুন নতুন অনেক পণ্য বাজারে আনছে সেরকমভাবে ওয়ালটনের অনেক কম্পিউটার রয়েছে। ওয়ালটনের বিভিন্ন কনফিগারেশনের কম্পিউটার রয়েছে সেগুলোর নাম এবং দাম নিচে দেওয়া হলো।

নাম/ মডেল দাম
UNIFY H24 (WAO2410104) 67,950 Taka
UNIFY A24 (WAO2410407) 55,450 Taka
UNIFY A24 (WAO24G6457) 63,750 Taka
Walton (WDPC7127BC) 82,750 Taka
Walton (WDPC3121AC) 46,550 Taka
আরো পড়ুন:  ৬ ফুট বাই ৭ ফুট ম্যাট্রেস প্রাইস ইন বাংলাদেশ

ওয়ালটন ব্র্যান্ডের অসংখ্য কম্পিউটার রয়েছে আপনাদেরকে এখানে পাঁচটি কম্পিউটারের নাম মডেল এবং দাম জানালাম। আপনারা চাইলে ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আরো কম্পিউটারের দাম দেখে নিতে পারেন।

পুরাতন কম্পিউটার ক্রয় বিক্রয় ঢাকা

ঢাকার বিভিন্ন জায়গায় পুরাতন কম্পিউটার ক্রয় বিক্রয় করা হয়। যেমন ঢাকা বারিধারা ও মিরপুর সহ আরো বিভিন্ন জায়গায় পুরাতন কম্পিউটার কিনতে এবং বিক্রি করতে পারবেন। তো আপনারা চাইলে পুরাতন কম্পিউটার ক্রয় বিক্রয় করে এরকম দোকানে গিয়ে যাচাই-বাছাই করে কম্পিউটার কিনতে পারেন।

তবে পুরাতন কম্পিউটার কেনার আগে অবশ্যই সেই কম্পিউটারের কোয়ালিটি কেমন রয়েছে সেটা ভালোভাবে দেখে নিবেন। যদি কোয়ালিটি ভালো থাকে তাহলে সে কম্পিউটার কিনলে ভালোভাবে অনেকদিন ব্যবহার করতে পারবেন এবং যেকোনো ধরনের কাজ করতে পারবেন।

কম্পিউটার কেনার আগে যেগুলো বিষয় খেয়াল রাখা প্রয়োজন

নতুন হোক বা পুরাতন যে কোন কম্পিউটার কেনার আগে কিছু বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন সেগুলো কি অনেকেই জানেন না তো এখান থেকে জেনে নিন নতুন কম্পিউটার কেনার আগে কোন কোন বিষয়ে ভালোভাবে যাচাই-বাছাই করতে হবে।

  • কম্পিউটার দিয়ে কি কাজ হবে সেই অনুযায়ী কনফিগারেশন বাছাই করতে হবে।
  • প্রসেসর ইন্টেল অথবা এএমডি রাইজেন কাজের ধরনের অনুযায়ী বাছাই করতে হবে।
  • কি কাজে কম্পিউটার ব্যবহার হবে সেটার উপর নির্ভর করে ৮ থেকে ৩২ জিবি র‌্যাম নিতে হবে।
  • SSD অথবা HDD প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে।
  • ভালো মানের গ্রাফিক্স কার্ড নিতে হবে।
  • ভালো রেজুলেশনের মনিটর বাছাই করে নিতে হবে।

এছাড়াও ভালো একটি ব্র্যান্ডের এবং বেশি দিনের ওয়ারেন্ট রয়েছে এরকম কম্পিউটার নিতে হবে তাহলে সেই কম্পিউটার দিয়ে সকল ধরনের কাজ করতে পারবেন এবং দীর্ঘদিন যাবত ব্যবহার করা যাবে।

লেখকের মন্তব্য

আশা করছি আপনারা আজকের এই আর্টিকেল থেকে নতুন পুরাতন কম্পিউটারে দাম জানতে পেরেছেন। এখানে শুধুমাত্র আপনাদেরকে আনুমানিক নামের তুলনা দেয়া হয় তবে বিভিন্ন জায়গায় দামের ভিন্নতা থাকতে পারি তাই কেনার আগে অবশ্যই ভালোভাবে যাচাই-বাছাই করুন ক্রয় করবেন।

আর আপনাদের যদি এই বিষয়ে আরো কোন কিছু জানার থাকে তাহলে সেটা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা আপনাকে সেটা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। এরকম আরো বিভিন্ন জিনিসের দাম জানতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করতে পারেন ধন্যবাদ।

5/5 - (1 vote)

এই ওয়েবসাইটে ভ্রমণ, শিক্ষা তথ্য এবং বিভিন্ন প্রোডাক্টের দামদর নিয়ে পোস্ট করা হয়ে থাকে। আপনারা যারা অনলাইনে এই বিষয়গুলো জানতে চান তারা ওয়েবসাইটটি নিয়মিত ফলো করতে পারেন।

Sharing Is Caring:

Leave a Comment