ময়মনসিংহ থেকে ঢাকা ট্রেনের সময়সূচী এবং ঢাকা থেকে ময়মনসিংহ ট্রেনের সময়সূচী ভাড়ার তালিকা সহ আরো বেশ কিছু বিষয়ে আজকের আর্টিকেলে আপনাদেরকে জানাবো। এবং এই ট্রেনগুলো কবে বন্ধ থাকে সেগুলো আপনাদেরকে জানাবো।
এছাড়াও ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের টিকিট কাটার নিয়ম এবং কত কিলোমিটার দূরে আর কতক্ষণ সময় লাগে এগুলো বিষয়ে জানতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই সকল বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ময়মনসিংহ থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৫
ময়মনসিংহ থেকে ঢাকা ৭ টি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে সেগুলো হলো: তিস্তা এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, হাওড় এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস এবং জামালপুর এক্সপ্রেস। এই ট্রেনগুলোর সাপ্তাহিক ছুটির দিন এবং সময়সূচী নিচে দেওয়া হলো:
| ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | বন্ধের দিন |
|---|---|---|---|
| তিস্তা এক্সপ্রেস (৭০৮) | বিকাল ৫:০৬ মিনিট | রাত ৮:৩০ মিনিট | সোমবার |
| অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৬) | সন্ধ্যা ৭:৪৮ মিনিট | রাত ১০:৫৫ মিনিট | বন্ধ নেই |
| ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৪) | সকাল ৮:৫৫ মিনিট | দুপুর ১২:১৫ মিনিট | বন্ধ নেই |
| যমুনা এক্সপ্রেস (৭৪৬) | রাত ৪:৩০ মিনিট | সকাল ৮:০০মিনিট | বন্ধ নেই |
| হাওড় এক্সপ্রেস (৭৭৮) | সকাল ১০:৩৪ মিনিট | দুপুর ১:৫৫ মিনিট | শনিবার |
| মোহনগঞ্জ এক্সপ্রেস (৭৯০) | রাত ১:৩০ মিনিট | রাত ৪:৫৫ মিনিট | বুধবার |
| জামালপুর এক্সপ্রেস (৮০০) | রাত ৮:৪০ মিনিট | রাত ১১:৫৫ মিনিট | রবিবার |
এই নির্দিষ্ট সময়গুলোতে ময়মনসিংহ থেকে ঢাকা এই সাতটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে তবে যেগুলো ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন সেগুলো দিনে ট্রেন চলাচল করে না আর যেগুলো সাপ্তাহিক বন্ধ নেই সেগুলো প্রতিদিনই চলাচল করে।
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী ২০২৫
ময়মনসিংহ থেকে ঢাকা যেগুলো ট্রেন চলাচল করে সেই একই ট্রেনে ঢাকা টু ময়মনসিংহ চলাচল করে শুধুমাত্র ট্রেনের কোড নাম্বারে ভিন্নতা রয়েছে। কোড নাম্বার অনুযায়ী ঢাকা টু ময়মনসিংহ ৭ টি আন্তঃনগর ট্রেনের সময়সূচী নিচে দেওয়া হলো:
| ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | বন্ধের দিন |
|---|---|---|---|
| তিস্তা এক্সপ্রেস (৭০৭) | সকাল ৭:৩০ মিনিট | সকাল ১০:৩২ মিনিট | সোমবার |
| অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৫) | সকাল ১১:৩০ মিনিট | দুপুর ২:৩৫ মিনিট | বন্ধ নেই |
| ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৩) | সন্ধ্যা ৬:১৫ মিনিট | রাত ৯:২৩ মিনিট | বন্ধ নেই |
| যমুনা এক্সপ্রেস (৭৪৫) | বিকাল ৪:৪৫ মিনিট | রাত ৮:৩২ মিনিট | বন্ধ নেই |
| হাওড় এক্সপ্রেস (৭৭৭) | রাত ১০:১৫ মিনিট | রাত ১:১৫ মিনিট | শুক্রবার |
| মোহনগঞ্জ এক্সপ্রেস (৭৮৯) | দুপুর ১:১৫ মিনিট | বিকাল ৪:১০ মিনিট | বুধবার |
| জামালপুর এক্সপ্রেস (৭৯৯) | সকাল ১০:০০ মিনিট | দুপুর ১:০৫ মিনিট | রবিবার |
সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত এই নির্দিষ্ট সময় গুলোতে ঢাকা টু ময়মনসিংহ ট্রেনগুলো চলাচল করে থাকে তবে আপনারা ট্রেন ছাড়ার নির্দিষ্ট সময়ের আগে রেল স্টেশনে গিয়ে পৌঁছাবেন আর টিকিট না কাটা থাকলে টিকিট কেটে নিবেন।
ময়মনসিংহ থেকে ঢাকা ট্রেনের ভাড়া কত
ময়মনসিংহ থেকে ঢাকা ৭ ট্রেন চলাচল করে থাকে এগুলো ট্রেনের বিভিন্ন আসন বিভাগ রয়েছে আসন বিভাগ অনুযায়ী ভাড়া নির্ধারণ হয়ে থাকে। ময়মনসিংহ থেকে ঢাকা ট্রেনগুলোর আসন বিভাগ অনুযায়ী ভাড়ার তালিকা নিচে দেওয়া হলো:
| আসন বিভাগ | টিকিটের দাম |
|---|---|
| শোভন | ১২০ টাকা |
| শোভন চেয়ার | ১৪৫ টাকা |
| ফাস্ট সিট | ২২৫ টাকা |
| ফাস্ট চেয়ার | ২২৫ টাকা |
| স্নিগ্ধা | ২৭৬ টাকা |
| এসি সিট | ৩৩৪ টাকা |
| এসি বার্থ | ৫৫১ টাকা |
সবগুলো ট্রেনে সকল আসন বিভাগ নাই তাই ট্রেনের টিকিট কাটার আগে অবশ্যই এই বিষয়টি ভালো ভাবে জেনে তারপরে টিকিট কাটবেন। আর ময়মনসিংহ থেকে ঢাকা যে ভাড়া ঢাকা থেকে ময়মনসিংহ একই ভাড়া।
ঢাকা থেকে ময়মনসিংহ কমিউটার ট্রেনের সময়সূচী
ঢাকা থেকে ময়মনসিংহ প্রতিদিন ৫ টি কমিউটার ট্রেন চলাচল করে থাকে সেগুলো হলো: দেওয়ানগঞ্জ কমিউটার, বলাকা কমিউটার, মহুয়া কমিউটার, ভাওয়াল এক্সপ্রেস কমিউটার এবং জামালপুর কমিউটার। এগুলো কমিউটার ট্রেনের বন্ধের দিন এবং সময়সূচী নিচে দেওয়া হলো:
| ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | ছুটির দিন |
|---|---|---|---|
| দেওয়ানগঞ্জ কমিউটার | ভোর ৫:৪০ মিনিট | সকাল ৮:০০ মিনিট | বন্ধ নেই |
| বলাকা কমিউটার | ভোর ৪:৪৫ মিনিট | সকাল ৮:১৫ মিনিট | বন্ধ নেই |
| মহুয়া কমিউটার | সকাল ৮:১৫ মিনিট | সকাল ১১:৪৮ মিনিট | বন্ধ নেই |
| ভাওয়াল এক্সপ্রেস কমিউটার | রাত ৮:১৫ মিনিট | রাত ১১:৫০ মিনিট | বন্ধ নেই |
| জামালপুর কমিউটার | বিকাল ৩:৪০ মিনিট | সন্ধ্যা ৬:৫০ মিনিট | বন্ধ নেই |
ময়মনসিংহ টু ঢাকা ট্রেন স্টেশন লিস্ট
অনেকেই ময়মনসিংহ টু ঢাকা ট্রেন স্টেশনের লিস্ট জানতে চেয়ে থাকেন। জেনে নিন ময়মনসিংহ টু ঢাকা ট্রেন স্টেশন লিস্ট নাম গুলো:
- ময়মনসিংহ রেলওয়ে স্টেশন
- গফরগাঁও রেলওয়ে স্টেশন
- কাওরাইদ রেলওয়ে স্টেশন
- শ্রীপুর রেলওয়ে স্টেশন
- জয়দেবপুর রেলওয়ে স্টেশন
- ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ঢাকা রেলওয়ে স্টেশন পর্যন্ত যেতে এই কয়েকটি রেল স্টেশন অতিক্রম করতে হয়। তবে এই রুটে অনেকগুলো রেলস্টেশন রয়েছে যা ঢাকা থেকে তারাকান্দি রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ।
ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের টিকেট কাটার নিয়ম
ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের টিকিট কাটার নিয়ম খুব সহজ অনলাইনের মাধ্যমে মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে টিকিট কাটা যাবে। অনলাইনে মাধ্যমে টিকিট কাটার জন্য প্রথমে গুগলে গিয়ে সার্চ করতে হবে বাংলাদেশ রেলওয়ে।
তাহলে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে আগে থেকে একটি অ্যাকাউন্ট না করা থাকলে অ্যাকাউন্ট করে নিতে হবে। এরপরে ময়মনসিংহ এবং ঢাকা নির্বাচন করে তারিখ নির্বাচন করতে হবে তারপর আসন বিভাগ নির্বাচন করে ট্রেন সার্চ করতে হবে।
তাহলে সকল ট্রেনের নাম এবং ভাড়া সহ লিস্ট চলে আসবে সেখান থেকে যে ট্রেনের টিকিট কাটতে যাচ্ছেন সেটার নিচে Book Now লেখাতে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে এরপরে ট্রেনের সিট নির্বাচন করতে হবে।
পরবর্তী ধাপে গিয়ে নিজের কিছু তথ্য দিতে হবে যেমন নাম, মোবাইল নাম্বার, জিমেইল সবগুলো দিয়ে পরবর্তী ধাপে দিতে হবে তারপরে টিকিটের জন্য পেমেন্ট পরিশোধ করতে হবে। বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক কার্ড যে কোন একটি মাধ্যমে পেমেন্ট পরিশোধ করলে টিকিট কাটা সম্পন্ন হয়ে যাবে।
টিকিট কাটা সম্পন্ন হয়ে গেলে আপনি যে জিমেইল দিয়েছিলেন সেই জিমেইলে টিকিটের কপি পাঠিয়ে দেওয়া হবে অথবা সেখানে একটি টিকিট দেখার জন্য অপশন থাকবে সেখানে ক্লিক করলে সরাসরি অনলাইন টিকেটের কপি দেখতে পাবেন সেটা সংগ্রহ করে নিলেই ট্রেনের মাধ্যমে যাওয়া বা আসা করতে পারবেন।
ঢাকা থেকে ময়মনসিংহ কত কিলোমিটার
ঢাকা থেকে ময়মনসিংহ এর আনুমানিক দূরত্ব ১১৩.৩ কিলোমিটার। যদি মাইল হিসাব করা হয় তাহলে ৭০.৪০ মাইল। তবে সড়ক পথে এবং এ রেলপথে দূরত্ব কম বেশি হতে পারে কারণ সড়ক পথ এবং রেলপথ ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাই দূরত্ব এক সমান হয় না।
ঢাকা থেকে ময়মনসিংহ ট্রেনে যেতে কত সময় লাগে
ঢাকা থেকে ময়মনসিংহ ট্রেনের মাধ্যমে যেতে সময় লাগে সর্বনিম্ন ২ ঘন্টা ৫৫ মিনিট থেকে সর্বোচ্চ ৩ ঘন্টা ৪৭ মিনিট পর্যন্ত সময় লাগে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন সময় এর কারণ হলো কিছু ট্রেন কম যাত্রাবা বিরতি নিয়ে থাকে এবং কিছু ট্রেন একটু বেশি যাত্রা বিরতি নিয়ে থাকে। এবং রুটের ভিন্নতা থাকলে সময় কম বেশি হয়।
লেখকের মন্তব্য
প্রিয় বন্ধুরা ময়মনসিংহ থেকে ঢাকা এবং ঢাকা থেকে ময়মনসিংহ ট্রেনের সময়সূচী ভাড়ার তালিকা সহ আরো বিস্তারিত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করেছেন আশা করছি আপনারা সকল বিষয় জানতে পেরেছেন।
তো এরকম আরও বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী জানতে আমাদের ওয়েবসাইট করে করতে পারেন। এবং আপনাদের কোন প্রশ্ন থাকলে সেটা কমেন্টে লিখতে পারেন। ট্রেনে যাত্রা করার সময় সকল নিয়ম নীতি মেনে সাবধানে যাত্রা করবেন। সবাই ভাল থাকবেন আজকের মত এখানেই শেষ করছি।