অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ, ৪র্থ বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের, দ্বিতীয় বর্ষের, তৃতীয় বর্ষের এবং চতুর্থ বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা নাম আজকের এই পোস্টে আপনাদেরকে জানাবো। শিক্ষার্থী হিসেবে অবশ্যই সকল বইয়ের নাম জানতে হবে।

এবং সংগ্রহ করে ভালোভাবে পড়তে হবে। তাহলে চলুন নিচের অংশগুলো থেকে অনার্স বাংলা বিভাগের সকল বইয়ের তালিকা সহ বাংলা বিভাগ সম্পর্কিত আরো বেশ কিছু বিষয়ে বিস্তারিত তথ্য।

অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা ২০২৫

অনার্স প্রথম বর্ষের বাংলা বিভাগের মেজর এবং নন মেজর সাবজেক্ট মিলিয়ে মোট ছয়টি পড়তে হয়। মেজর সাবজেক্ট গুলো অবশ্যই বাধ্যতামূলক আর নন মেজর তিনটি সাবজেক্ট থাকে তার মধ্যে যেকোনো একটি বাছাই করে নেওয়া যায়। অনার্স প্রথম বর্ষের বাংলা বিভাগের সকল বইয়ের নাম নিচে দেওয়া হলো:

ক্রমিক নং বইয়ের নাম বিষয় কোড
বাংলাদেশ এবং বাঙ্গালির ইতিহাস ও সংস্কৃতি ২১১০০১
বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা ২১১০০৩
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২১১৫০১
বাংলা কবিতা (১) ২১১০০৫
বাংলা উপন্যাস (১) ২১১০০৭
সমাজকর্ম পরিচিতি ২১২১১১
সমাজবিজ্ঞান পরিচিতি ২১১০০৯
রাজনৈতিক তত্ত্ব পরিচিতি ২১২৯০৯

অনার্স প্রথম বর্ষে এই আটটি সাবজেক্টের মধ্যে মেজর সাবজেক্ট গুলো অবশ্যই থাকবে আর নন মেজর সাবজেক্ট ৬ থেকে ৮ পর্যন্ত এই তিনটি সাবজেক্টের মধ্যে যেকোনো একটি বাছাই করে নিতে হবে। এগুলোই হল অনার্স প্রথম বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা নাম।

আরো পড়ুন:  কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায়, ফুল ফ্রি স্কলারশিপ, যোগ্যতা

অনার্স ২য় বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা

অনার্স দ্বিতীয় বর্ষের বাংলা বিভাগে মোট আটটি সাবজেক্ট থাকে এবং অনার্স দ্বিতীয় বর্ষে বাংলা বিভাগে ইংরেজি সাবজেক্ট বাধ্যতামূলক। অনার্স দ্বিতীয় বর্ষের বাংলা বিভাগের মোট আটটি সাবজেক্টের নাম নিচে দেওয়া হলো:

ক্রমিক নং বইয়ের নাম বিষয় কোড
English Compulsory ২২১১০৯
মধ্যযুগের কবিতা ২২১০০৩
বাংলাদেশের সাহিত্যের ইতিহাস (১) ২২১০০১
বাংলা নাটক (১) ২২১০০৭
বাংলা কবিতা (২) ২২১০০৫
বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি ২২২১১৫
বাংলাদেশের সমাজবিজ্ঞান ২২২০০৯
রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা ২২১৯০৯

অনার্স দ্বিতীয় বর্ষ বাংলা বিভাগে ইংরেজি সহ মোট আটটি সাবজেক্ট পড়তে হয়। আপনি যদি অনার্স দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই এগুলো সাবজেক্ট ভালোভাবে পড়তে হবে।

অনার্স ৩য় বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা

অনার্স দ্বিতীয় বর্ষের বাংলা বিভাগের মোট আটটি বই রয়েছে। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের এই একটি বিষয় নিয়ে পড়তে হয়। তো অনার্স দ্বিতীয় বর্ষের বাংলা বিভাগের মোট আটটি বইয়ের নাম বিষয় কোড সহ নিচে দেওয়া হলো:

ক্রমিক নং বইয়ের নাম বিষয় কোড
বাংলা সাহিত্যের ইতিহাস (২) ২৩১০০১
ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য ২৩১০০৭
বাংলা প্রবন্ধ (১) ২৩১০১১
বাংলা ছোট গল্প (১) ২৩১০০৫
বাংলা উপন্যাস (২) ২৩১০১৫
রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলংকার ও ছন্দ ২৩১০০৯
বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য ২৩১০১৩
প্রাচীন ও মধ্যযুগের কবিতা ২৩১০০৩

অনার্স তৃতীয় বর্ষের বাংলা বিভাগের প্রতিটি সাবজেক্ট এর নাম এবং বিষয় কোড দিয়ে দিয়েছি আশা করছি আপনারা বিষয় কোড গুলো ভালোভাবে খেয়াল করে বই গুলো সংগ্রহ করবেন।

অনার্স ৪র্থ বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ সর্বশেষ সেমিস্টার। অনার্স চতুর্থ বর্ষে মোট ৯টি বই পড়তে হয় এবং সর্বশেষ মৌখিক পরীক্ষা দিতে হয়। তো অনার্স চতুর্থ বর্ষের বাংলা বিভাগের বিষয় কোড সহ বইয়ের তালিকা নাম নিচে দেওয়া হলো:

আরো পড়ুন:  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট
ক্রমিক নং বইয়ের নাম বিষয় কোড
বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য ২৪১০১৭
ধ্বনিবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান ২৪১০১৫
অনুবাদে চিরায়ত সাহিত্য ২৪১০০৯
বাংলা উপন্যাস (৩) ২৪১০০৩
বাংলা নাটক (২) ২৪১০০৭
বাংলা কবিতা (৩) ২৪১০১৩
বাংলা ছোট গল্প (২) ২৪১০১১
বাংলা সাহিত্যের ইতিহাস (৩) ২৪১০০১
পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি ২৪১০০৫

অনার্স চতুর্থ বর্ষে এই নয়টি সাবজেক্ট রয়েছে এবং ভাইভা পরীক্ষা রয়েছে সেটার বিষয় কোড হল ২৪১০১৮ আশা করছি যারা অনার্স চতুর্থ বর্ষ পড়েন তারা এগুলো বইয়ের নাম জানতে পেরে অনেকটা উপকৃত হবেন।

বাংলা অনার্স করা কি অনেক কঠিন

অনেকে জানতে চেয়ে থাকেন বাংলায় অনার্স করার কি অনেক কঠিন? আসলে এটি নির্ভর করছে সম্পূর্ণ একজন স্টুডেন্টের উপর একজন স্টুডেন্ট কতটা ভালো লেখাপড়া করে থাকে বা কতটা মনোযোগের সহিত লেখাপড়া করে সেটার উপর নির্ভর করে যদি কোন স্টুডেন্ট ভালোমতো লেখাপড়া না করে বা আগ্রহ না থাকে তাহলে তার জন্য অবশ্যই যে কোন সাবজেক্টই কঠিন।

আর যদি কেউ ভালোমতো লেখাপড়া করে তাহলে তার জন্য যে কোন সাবজেক্টই তুলনামূলক সহজ হবে। তবে হ্যাঁ অন্যান্য বিষয়ের চেয়ে অনার্স পর্যায়ে বাংলা সাবজেক্ট তুলনামূলক কিছুটা কঠিন হয়ে থাকে। কারণ অনার্স পর্যায়ে যেগুলো বই পড়তে হয় সেগুলো একটু বেশি কঠিন।

আপনি যদি বাংলা পছন্দ করে থাকেন তাহলে অনার্সে বাংলা নিয়ে পড়তে পারেন তবে বাংলা নিয়ে পড়লে অবশ্যই আপনাকে এখানে মনোযোগ দিয়ে ভালোভাবে পড়তে হবে। যদি মনোযোগ সহকারে ভালোভাবে পড়তে পারেন তাহলে অনার্সে বাংলা তেমন একটা কঠিন মনে হবে না।

বাংলা নিয়ে অনার্স করলে কি হওয়া যায়

বাংলা নিয়ে অনার্স করলে বিভিন্ন সেক্টরে চাকরি পাওয়া যায়। বিশেষ করে বিসিএস এর জন্য বাংলা সাবজেক্ট অনেক ভালো। বাংলা নিয়ে অনার্স করলে কি হওয়া যায় বা কোন চাকরি গুলো পাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেগুলো নিচে দেওয়া হলো:

  • বিসিএস ক্যাডার হওয়া যায় ( প্রশাসন, আনসার, পুলিশ, সংস্কৃতি, শিক্ষা, তথ্য ক্যাডার ইত্যাদি আরো বেশ কিছু সেক্টরে বিসিএস হওয়ার ভালো সম্ভাবনা থাকে)
  • স্কুল বা কলেজের শিক্ষকতা করা যায়।
  • লেখক, সাহিত্যিক বা কবি হওয়া যায়।
  • সাংবাদিকতা করা যায়।
  • বিভিন্ন বিষয়ে কন্টেন্ট রাইটার হওয়া যায়।
  • অনুবাদকের কাজ করা যায়।
  • বিভিন্ন প্রকাশনায় লেখক হিসেবে কাজ করা যায়।
  • রেডিও টেলিভিশন বা বিনোদন জগতে স্ক্রিপ্ট রাইটার বা উপস্থাপনার কাজ করা যায়।
  • ব্যাংকার হওয়া যায়।
আরো পড়ুন:  বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজের তালিকা ২০২৫

এছাড়াও বাংলা নিয়ে অনার্স করলে সরকারি বেসরকারি আরো অনেক প্রতিষ্ঠানে বিভিন্ন রকম চাকরি পাওয়ার সুযোগ থাকে। তবে সে ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে লেখাপড়া করতে হবে এবং ভালো যোগ্যতা থাকতে হবে।

বাংলায় অনার্স করে কোন কোন বিষয়ে মাস্টার্স করা যায়

বাংলায় অনার্স করার পরে যখন অনার্স শেষ হয়ে যাবে তখন বেশ কয়েকটি বিষয়ে মাস্টার্স করতে পারবেন। অনার্স শেষ করে বাংলা সহ যেগুলো বিষয়ে মাস্টার্স করতে পারবেন সেগুলো হলো সমাজবিজ্ঞান, ইতিহাস, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, আরবি, দর্শন ইত্যাদি।

তবে সবচেয়ে ভালো হয় যদি যে বিষয় নিয়ে অনার্স সম্পন্ন করেছেন সেই বিষয়ে মাস্টার্স করেন। এছাড়া আরও বিভিন্ন বিষয় থাকতে পারে সেগুলো আপনারা জেনে যদি মনে হয় যে আপনি সেই বিষয়ে মাস্টার্স করতে পারবেন তাহলেই করতে পারেন। যদি ভালোভাবে মাস্টার্স সম্পূর্ণ করতে পারেন তাহলে এটা আপনার চাকরির জন্য বেশ উপকারী হবে।

লেখক এর মন্তব্য

আশা করছি অনার্সের বাংলা বিভাগের সকল বর্ষের বইয়ের তালিকা নাম গুলো জানতে পেরেছেন। এগুলো তথ্য কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে যদি এগুলো আপনাদের কিছুটা হলে উপকারে আসে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন।

আর এরকম আরো বিভিন্ন বিভাগের এবং বিভিন্ন বয়সের বইয়ের তালিকা নাম জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল।

5/5 - (1 vote)

এই ওয়েবসাইটে ভ্রমণ, শিক্ষা তথ্য এবং বিভিন্ন প্রোডাক্টের দামদর নিয়ে পোস্ট করা হয়ে থাকে। আপনারা যারা অনলাইনে এই বিষয়গুলো জানতে চান তারা ওয়েবসাইটটি নিয়মিত ফলো করতে পারেন।

Sharing Is Caring:

Leave a Comment