ঢাকা টু কক্সবাজার বাস ভাড়া, বাসের সময়সূচী, কাউন্টার নাম্বার

ঢাকা টু কক্সবাজার বাস ভাড়া বাসের সময়সূচী এবং কাউন্টার নাম্বার অনেকে খুঁজে থাকেন তাই আজকের এই পোস্টে আপনাদেরকে এগুলো জানানোর চেষ্টা করব। এছাড়াও ঢাকা টু কক্সবাজার বাস এর টিকিট কিভাবে কাটবেন সেটাও জানতে পারবেন।

তাহলে চলুন নিজের অংশগুলো থেকে জেনে নেওয়া যাক ঢাকা টু কক্সবাজার বাস ভাড়া সহ আরো বিভিন্ন তথ্য। এখানে আপনাদেরকে এসি এবং নন এসি বাসের ভাড়া সহ সবকিছু জানানো হবে।

ঢাকা টু কক্সবাজার বাসের সময়সূচী ২০২৫

ঢাকা টু কক্সবাজার প্রতিদিন অনেকগুলো বাস যাওয়া আসা করে থাকে। এর মধ্যে কিছু বাদ রয়েছে এসি বাস এবং কিছু রয়েছে নন এসি বাস। তো আপনাদের জন্য এসি বাসের এবং নন এসি বাসের দুটোরই সময়সূচি নিচে দেওয়া হলো:

বাসের নাম ছাড়ার সময় পৌঁছানোর সময় সময় লাগে
রয়েল মৈত্রী সার্ভিস রাত ৮:৩০ মিনিট সকাল ৮:০০ মিনিট ১১ ঘণ্টা ৩০ মিনিট
শ্যামলী পরিবহন রাত ৭:৩০ মিনিট রাত ৩:৩০ মিনিট ৮ ঘন্টা ০০ মিনিট
এভারগ্রিন ট্রান্সপোর্ট রাত ৮:৩০ মিনিট সকাল ৬:০০ মিনিট ৯ ঘণ্টা ৩০ মিনিট
সৌদিয়া কোচ সকাল ৬:১৫ মিনিট বিকাল ৫:৩০ মিনিট ১১ ঘন্টা ১৫ মিনিট
হানিফ পরিবহন সকাল ৬:৩০ মিনিট দুপুর ২:০১ মিনিট ৭ ঘণ্টা ৩১ মিনিট
এনা পরিবহন রাত ৭:৩০ মিনিট সকাল ৭:০০ মিনিট ১১ ঘণ্টা ৩০ মিনিট
সেন্টমার্টিন ট্রাভেলস রাত ৭:৪৫ মিনিট ভোর ৫:৩০ মিনিট ৯ ঘন্টা ৪৫ মিনিট
সেন্টমার্টিন হুন্ডাই সকাল ৮:১৫ মিনিট সকাল ৬:০০ মিনিট ৯ ঘন্টা ৪৫ মিনিট
কাতার পরিবহন সকাল ৮:৩০ মিনিট সকাল ৬:০০ মিনিট ৯ ঘন্টা ৩০ মিনিট
ইমাদ পরিবহন রাত ৯:৩০ মিনিট সকাল ৬:০০ মিনিট ৯ ঘণ্টা ০০ মিনিট
সোহাগ পরিবহন রাত ৯:০০ মিনিট ভোর ৫:০০ মিনিট ৮ ঘন্টা ০০ মিনিট
গ্রীন লাইন পরিবহন রাত ৯:৩০ মিনিট ভোর ৫:৩০ মিনিট ৮ ঘন্টা ০০ মিনিট
শান্ত ট্রাভেলস রাত ৯:৩০ মিনিট সকাল ৮:৩০ মিনিট ১১ ঘণ্টা ০০ মিনিট
লন্ডন এক্সপ্রেস রাত ১০:০০ মিনিট সকাল ৬:০০ মিনিট ৮ ঘন্টা ০০ মিনিট
প্যালেস্টাইন ট্রাভেলস রাত ১০:০৫ মিনিট সকাল ৬:০০ মিনিট ৭ ঘন্টা ৫৫ মিনিট
রয়েল কোচ রাত ১১:০০ মিনিট সকাল ৮:০০ মিনিট ৯ ঘণ্টা ০০ মিনিট
আরো পড়ুন:  ঢাকা টু গফরগাঁও ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫

এখানে সবগুলো বাসের একটি করে সময়সূচি দেওয়া হয়েছে কিন্তু এক কোম্পানির অনেকগুলো বাস একটু আগে এবং পরে টাকা টু কক্সবাজার যায়। আপনারা চাইলে সেগুলো বাসের মাধ্যমেও ঢাকা থেকে কক্সবাজার যেতে পারবেন।

ঢাকা টু কক্সবাজার বাস ভাড়া ২০২৫

ঢাকা টু কক্সবাজার বিভিন্ন বাসের ভাড়া বিভিন্ন রকম হয়ে থাকে এবং এসি বাসের ভাড়া এক রকম এবং নন এসি বাসের ভাড়া আরেক রকম। নন এসি বাসের ভাড়া একটু কম হয় আর এসি বাসের ভাড়া একটু বেশি হয়ে থাকে। নিচের অংশ থেকে দেখে নিন ঢাকা টু কক্সবাজার এসি ও নন এসি বাসের ভাড়া।

ঢাকা টু কক্সবাজার নন এসি ও এসি বাসের ভাড়া

বাসের নাম এসি বাস ভাড়া নন এসি ভাড়া
রয়েল মৈত্রী সার্ভিস ১৫০০ টাকা ❎❎❎
শ্যামলী পরিবহন ২০০০ টাকা ৯১০ টাকা
এভারগ্রিন ট্রান্সপোর্ট ১৪০০/১৬০০ টাকা ❎❎❎
সৌদিয়া কোচ ২০০০ টাকা ১০০০ টাকা
হানিফ পরিবহন ২০০০ টাকা ১০০০ টাকা
এনা পরিবহন ১৮০০ টাকা ১০০০ টাকা
সেন্টমার্টিন ট্রাভেলস ১৬০০/২০০০ টাকা ❎❎❎
সেন্টমার্টিন হুন্ডাই ১৭০০ টাকা ❎❎❎
কাতার পরিবহন ১৬০০/২০০০ টাকা ❎❎❎
ইমাদ পরিবহন ১০০০ টাকা ১০০০ টাকা
সোহাগ পরিবহন ২০০০ টাকা ❎❎❎
গ্রীন লাইন পরিবহন ২২০০ টাকা ❎❎❎
শান্ত ট্রাভেলস ১৫০০/২১০০ টাকা ❎❎❎
লন্ডন এক্সপ্রেস ২০০০ টাকা ❎❎❎
প্যালেস্টাইন ট্রাভেলস ১৮০০/২০০০ টাকা ❎❎❎
রয়েল কোচ ২০০০ টাকা ❎❎❎

নন এসি বাস ভাড়ার তালিকায় যেগুলো ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন সেগুলো নন এসি বাস ঢাকা টু কক্সবাজার রুটে নাই তাই আপনারা নন এসি বাসে যেতে চাইলে অবশ্যই যেগুলো নন এসি বাস রয়েছে সেগুলোতে যেতে হবে।

আরো দেখুন: ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া ২০২৫ – ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী

ঢাকা টু কক্সবাজার স্লিপার বাস ভাড়া ২০২৫

ঢাকা টু কক্সবাজার স্লিপার বাসের ভাড়া সর্বনিম্ন ১৬০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫০০ টাকা পর্যন্ত। ঢাকা টু কক্সবাজার অনেকগুলো কোম্পানির স্লিপার বাস প্রতিনিয়ত চলাচল করে থাকে এক একটি বাসের ভাড়া এক এক রকম হয়ে থাকে।

আরো পড়ুন:  অনলাইনে ও কাউন্টারে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৫

স্লিপার বাসের মধ্যে শুয়ে থেকে যাওয়া যায় অর্থাৎ আপনি যখন বিছানায় শুয়ে থাকেন তখন যেরকম লাগে সেরকম ভাবে এইগুলো স্লিপার বাসের মাধ্যমে শুয়ে থেকে যেতে পারবেন। স্লিপার বাস বেশিরভাগ সময় রাতের বেলা চলাচল করে থাকে।

ঢাকা টু কক্সবাজার বাস কাউন্টার নাম্বার

ঢাকা টু কক্সবাজার বাস কাউন্টার নাম্বার অনেকে জানতে চেয়ে থাকেন। ঢাকা শহরে অনেকগুলো বাস কাউন্টার রয়েছে সেগুলো কাউন্টার থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বিভিন্ন বাস ছাড়ে। সেই সকল বাসের কাউন্টার নাম ও কাউন্টার নাম্বার নিচে দেওয়া হলো:ঢাকা টু কক্সবাজার বাস কাউন্টার নাম্বার

কাউন্টার নাম কাউন্টার নাম্বার
গাবতলী কাউন্টার ০১৭৭৫১১৩৩২০
ঢাকা সাভার কাউন্টার ০১৬৭৬০৯০১৯০
মাজার রোড কাউন্টার ০১৭৩০৪৬৫৫০৭
ফকিরাপুল কাউন্টার ০১৯১৯৬৫৪৮২৯
সায়েদাবাদ কাউন্টার ০১৯১৯৬৫৪৮৫৭
আব্দুল্লাহপুর কাউন্টার ০১৯১৯৬৫৪৭৫৪
কলাবাগান কাউন্টার ০১৭৩০০৬০০০৬
আরামবাগ কাউন্টার ০১৭৩০০৬০০০৯
গোপালবাগ কাউন্টার ০১৯২২৬৬৪০৯৯
বাড্ডা কাউন্টার ০১৯৭০০৬০০৭৪

এ সকল থেকে অনেক কোম্পানির বাস ঢাকা থেকে কক্সবাজার যায়। তবে আপনি যদি এখানে উল্লেখ নেই  এরকম আরো বাসের কাউন্টার নাম ঠিকানা ও নাম্বার সম্পর্কে জানতে চান তাহলে ১৬৩৭৪ এই নাম্বারে যোগাযোগ করে সেই নির্দিষ্ট কাউন্টারের ঠিকানা ও নাম্বার জেনে নিতে পারেন।

ঢাকা টু কক্সবাজার বাস টিকিট কাটার নিয়ম

ঢাকা টু কক্সবাজার বাস টিকিট কাটার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে গুগলে যাবেন তারপরে সার্চ করবেন Shohoz Bus Ticket তাহলে Shohoz নামে একটি ওয়েবসাইট লাগবে সেখানে প্রবেশ করবেন। অথবা সরাসরি www.shohoz.com এই লিংকে ক্লিক করবেন।ঢাকা টু কক্সবাজার বাস টিকিট কাটার নিয়ম

তারপরে রুট সিলেক্ট করে দিবেন প্রথমে ঢাকা তারপরে কক্সবাজার সিলেক্ট করে যে তারিখের টিকিট কাটতে চাচ্ছেন সেই তারিখ নির্বাচন করবেন এরপরে সার্চ বাটনে ক্লিক করবেন।ঢাকা টু কক্সবাজার বাস টিকিট কাটার নিয়ম

এবার এই রুটের সকল বাসের নাম সময়সূচি এবং ভাড়া তালিকা দেখতে পাবেন এবং পাশেই Book Ticket অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে। আগে থেকে অ্যাকাউন্ট করা না থাকলে অ্যাকাউন্ট করতে বলবে এবং লগইন করতে বলবে তো সেটা করে নিবেন।

আরো পড়ুন:  ভৈরব টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫

তারপরে নির্দিষ্ট বাসের অনেকগুলো সিটের অপশন আসবে সেখান থেকে আপনার পছন্দমত যে কোন ফাঁকা রয়েছে এরকম সিট নির্বাচন করবেন। এরপরে বোর্ডিং পয়েন্ট নির্বাচন করবেন। অর্থাৎ যে স্টেশন থেকে উঠবেন সেটা নির্বাচন করবেন।

এরপরে প্যাসেঞ্জারের কিছু তথ্য দিতে হবে যেমন নাম, ছেলে না মেয়ে, মোবাইল নাম্বার, জিমেইল ঠিকানা। তারপর একটু নিচের দিকে গেলে পেমেন্ট করার জন্য বেশ অনেকগুলো মোবাইল ব্যাংকিং এর অপশন দেখতে পাবেন সেখান থেকে বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট পরিশোধ করে দিবেন।

পেমেন্ট পরিশোধ করা হলে আপনার ইমেইল ঠিকানায় টিকিটের একটি অনলাইন কপি পাঠিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনি সেই টিকিটের কপিটি ডাউনলোড করে নিলেই সেই টিকিট দিয়ে নির্দিষ্ট বাসের মাধ্যমে আপনার গন্তব্যে যেতে পারবেন।

ঢাকা টু কক্সবাজার বাসে কত সময় লাগে

ঢাকা টু কক্সবাজার বাসের মাধ্যমে যেতে বিভিন্ন বাসে বিভিন্ন রকম সময় লাগে বাস অনুযায়ী সর্বনিম্ন ৭ ঘন্টা ৩১ মিনিট থেকে ১১ ঘন্টা ৩০ মিনিট পর্যন্ত সময় লাগে। তবে রাস্তায় যদি যানজট থাকে তাহলে সে ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে।

লেখকের মন্তব্য

ঢাকা টু কক্সবাজার বাসের সময়সূচী, বাসের ভাড়া তালিকা এবং টিকিট কিভাবে কাটবেন সেই নিয়ম গুলো আপনাদেরকে সুন্দরভাবে জানানো হয়েছে আশা করছি আপনারা সব কিছু বিষয়ে জেনে অনেকটা উপকৃত হবেন।

আর আপনাদের যদি এই বিষয়ে আরো কোন প্রশ্ন থাকে তাহলে সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তাহলে আমরা আপনাদেরকে সেই বিষয়ে জানানোর চেষ্টা করব। আপনাদের যাত্রা শুভ হোক এই কামনা করে আজকের আর্টিকেল এখানেই শেষ করছি।

5/5 - (1 vote)

এই ওয়েবসাইটে ভ্রমণ, শিক্ষা তথ্য এবং বিভিন্ন প্রোডাক্টের দামদর নিয়ে পোস্ট করা হয়ে থাকে। আপনারা যারা অনলাইনে এই বিষয়গুলো জানতে চান তারা ওয়েবসাইটটি নিয়মিত ফলো করতে পারেন।

Sharing Is Caring:

Leave a Comment