ঢাকা টু চট্টগ্রাম বাস ভাড়া কত টাকা সময়সূচী, স্লিপার বাসের ভাড়া, কাউন্টার নাম্বার এবং টিকিট কাটার নিয়ম আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো। অনেকেই এই বিষয়গুলো সম্পর্কে না জেনে বিভিন্ন রকম ভুল করে থাকেন।
তাই আপনাদের যাতে আর কোন রকমের ভুল করতে না হয় সেজন্য সঠিক সময়সূচী ভাড়া এবং আরও বিভিন্ন বিষয়ে আলোচনা করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সেই বিষয়গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
ঢাকা টু চট্টগ্রাম বাসের সময়সূচী ২০২৫
ঢাকা টু চট্টগ্রাম প্রতিনিয়ত অনেকগুলো বাস চলাচল করে থাকে। একই কোম্পানির অনেকগুলো বাস প্রতিদিন নির্দিষ্ট সময়ে যাওয়া আসা করে। ঢাকা টু চট্টগ্রাম রুটের সেই সকল বাসের নাম এবং সময়সূচী নিচে দেওয়া হলো:
| বাসের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | সময় লাগে |
|---|---|---|---|
| এভারগ্রিন ট্রান্সপোর্ট | রাত ৮:৩০ মিনিট | রাত ২:০০ মিনিট | ৫ ঘন্টা ৩০ মিনিট |
| রয়েল মৈত্রী সার্ভিস | রাত ৯:০০ মিনিট | ভোর ৪:০০ মিনিট | ৭ ঘন্টা ০০ মিনিট |
| শ্যামলী পরিবহন | দুপুর ১:০০ মিনিট | রাত ৯:০০ মিনিট | ৮ ঘন্টা ০০ মিনিট |
| হানিফ এন্টারপ্রাইজ | ভোর ৪:০০ মিনিট | সকাল ১০:০০ মিনিট | ৬ ঘন্টা ০০ মিনিট |
| গ্রীন লাইন পরিবহন | সকাল ৬:৪৫ মিনিট | দুপুর ২:৪৫ মিনিট | ৮ ঘন্টা ০০ মিনিট |
| সৌদিয়া কোচ | সকাল ৭:০০ মিনিট | দুপুর ১:০০ মিনিট | ৬ ঘন্টা ০০ মিনিট |
| সোহাগ পরিবহন | সকাল ৭:০০ মিনিট | দুপুর ৩:০০ মিনিট | ৮ ঘন্টা ০০ মিনিট |
| সেন্টমার্টিন হুন্ডাই | সকাল ৭:১৫ মিনিট | দুপুর ১২:১৫ মিনিট | ৫ ঘন্টা ০০ মিনিট |
| স্টার ডিলাক্স | সকাল ১০:০০ মিনিট | বিকাল ৪:১৫ মিনিট | ৬ ঘন্টা ১৫ মিনিট |
| শান্ত ট্রাভেলস | দুপুর ৩:৩০ মিনিট | রাত ৩:২৫ মিনিট | ১১ ঘন্টা ৫৫ মিনিট |
| সুলতানা ট্রাভেলস | বিকাল ৪:৩০ মিনিট | সকাল ৬:০০ মিনিট | ১৩ ঘন্টা ৩০ মিনিট |
| এনা পরিবহন | সন্ধ্যা ৭:৩০ মিনিট | সকাল ৭:০০ মিনিট | ১১ ঘণ্টা ৩০ মিনিট |
| সেন্টমার্টিন ট্রাভেলস | সন্ধ্যা ৭:৪৫ মিনিট | রাত ১:০০ মিনিট | ৫ ঘন্টা ১৫ মিনিট |
| রয়েল কক্স সার্ভিস | রাত ৮:০০ মিনিট | ভোর ৪:০০ মিনিট | ৮ ঘন্টা ০০ মিনিট |
| লন্ডন এক্সপ্রেস | রাত ৮:০০ মিনিট | ভোর ৪:০০ মিনিট | ৮ ঘন্টা ০০ মিনিট |
| কাতার পরিবহন | রাত ৮:৩০ মিনিট | সকাল ৬:০০ মিনিট | ৯ ঘন্টা ৩০ মিনিট |
| ইমাদ পরিবহন | রাত ৯:০০ মিনিট | সকাল ৬:০০ মিনিট | ৯ ঘন্টা ০০ মিনিট |
| প্যালেস্টাইন ট্রাভেলস | রাত ১০:০৫ মিনিট | সকাল ৬:০০ মিনিট | ৭ ঘন্টা ৫৫ মিনিট |
| ব্লু লাইন এক্সপ্রেস | রাত ১০:৪৫ মিনিট | সকাল ৬:০০ মিনিট | ৭ ঘন্টা ১৫ মিনিট |
| রয়েল কোচ | রাত ১১:০০ মিনিট | সকাল ৮:০০ মিনিট | ৯ ঘন্টা ০০ মিনিট |
উপরোক্ত নির্দিষ্ট সময় গুলোতে প্রতিনিয়ত অনেকগুলো করে বাস ঢাকা টু চট্টগ্রাম চলাচল করে থাকে। এখানে শুধুমাত্র প্রতিটি কোম্পানির একটি করে বাসের সময়সূচি দেওয়া হয়েছে। একই কোম্পানির আরো অনেকগুলো বাস দিন ও রাতের বিভিন্ন সময় চলাচল করে।
চট্টগ্রাম থেকে ঢাকা বাসের সময়সূচী ২০২৫
চট্টগ্রাম থেকে ঢাকা প্রতিনিয়ত অনেকগুলো বাস চলাচল করে থাকে সেগুলো বাসের নাম এবং নির্দিষ্ট সময়সূচী গুলো নিচে দেওয়া হলো:
| বাসের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | সময় লাগে |
|---|---|---|---|
| শ্যামলী পরিবহন | দুপুর ১২:৩০ মিনিট | রাত ৮:৩০ মিনিট | ৮ ঘন্টা ০০ মিনিট |
| রয়েল মৈত্রী সার্ভিস | বিকাল ৪:৩০ মিনিট | রাত ১১:৩০ মিনিট | ৭ ঘন্টা ০০ মিনিট |
| এভারগ্রিন ট্রান্সপোর্ট | রাত ২:১৫ মিনিট | সকাল ৯:০০ মিনিট | ৬ ঘন্টা ৪৫ মিনিট |
| সৌদিয়া কোচ সার্ভিস | রাত ১২:৩০ মিনিট | সকাল ৭:০০ মিনিট | ৬ ঘন্টা ৩০ মিনিট |
| হানিফ এন্টারপ্রাইজ | রাত ৪:১৫ মিনিট | সকাল ১০:১৫ মিনিট | ৬ ঘন্টা ০০ মিনিট |
| গ্রীন লাইন পরিবহন | সকাল ৭:১৫ মিনিট | দুপুর ৩:০০ মিনিট | ৮ ঘন্টা ০০ মিনিট |
| স্টার ডিলাক্স | সকাল ৮:৩০ মিনিট | বিকাল ৪:০০ মিনিট | ৭ ঘন্টা ৩০ মিনিট |
| সোহাগ পরিবহন | সকাল ৯:০০ মিনিট | বিকাল ৫:০০ মিনিট | ৮ ঘন্টা ০০ মিনিট |
| সেন্টমার্টিন হুন্ডাই | দুপুর ১:৩০ মিনিট | সন্ধ্যা ৭:০০ মিনিট | ৫ ঘন্টা ৩০ মিনিট |
| লন্ডন এক্সপ্রেস | দুপুর ৩:৪০ মিনিট | রাত ১১:৪০ মিনিট | ৮ ঘন্টা ০০ মিনিট |
| রহনপুর ট্রাভেলস | দুপুর ৩:৪৫ মিনিট | ভোর ৫:৩০ মিনিট | ১৩ ঘন্টা ৪৫ মিনিট |
| রাহবার এন্টারপ্রাইজ | বিকাল ৪:৩০ মিনিট | রাত ১০:৩০ মিনিট | ৬ ঘন্টা ০০ মিনিট |
| বাংলা স্টার পরিবহন | বিকাল ৫:৪৫ মিনিট | রাত ১০:০০ মিনিট | ৪ ঘন্টা ১৫ মিনিট |
| ইমাদ পরিবহন | রাত ৮:০০ মিনিট | রাত ১১:৫৫ মিনিট | ৩ ঘন্টা ৫৫ মিনিট |
প্রতিটি বাস নির্দিষ্ট সময়ে যাত্রা শুরু করে তাই অবশ্যই নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ আগে বাস স্টেশনে গিয়ে যদি টিকিট সংগ্রহ না করেন তাহলে টিকিট সংগ্রহ করে নিবেন তারপরে উঠবেন।
ঢাকা টু চট্টগ্রাম বাস ভাড়া
ঢাকা টু চট্টগ্রাম প্রতিনিয়ত অনেকগুলো বাস চলাচল করে থাকে সেগুলো বাসের ভাড়া বাসের টাইপের উপর নির্ভর করে যেমন এসি বাসের ভাড়া বেশি এবং নন এসি বাসের ভাড়া কম। ঢাকা টু চট্টগ্রাম সকল বাসের এসি ও নন এসি ভাড়ার তালিকা নিচেদেওয়া হলো।
ঢাকা টু চট্টগ্রাম এসি ও নন এসি বাসের ভাড়া
| বাসের নাম | এসি বাস ভাড়া | নন এসি ভাড়া |
|---|---|---|
| এভারগ্রিন ট্রান্সপোর্ট | ১০০০/১২০০ টাকা | ৭২০ টাকা |
| রয়েল মৈত্রী সার্ভিস | ১২০০ টাকা | ❎❎❎ |
| শ্যামলী পরিবহন | ৮৫০ টাকা | ৬৫০ টাকা |
| হানিফ এন্টারপ্রাইজ | ১৪০০ টাকা | ৬৬০ টাকা |
| গ্রীন লাইন পরিবহন | ১৬০০ টাকা | ❎❎❎ |
| সৌদিয়া কোচ | ৯৫০ টাকা | ৬৫০ টাকা |
| সোহাগ পরিবহন | ১৬০০/২০০০ টাকা | ❎❎❎ |
| সেন্টমার্টিন হুন্ডাই | ১৪০০ টাকা | ❎❎❎ |
| স্টার ডিলাক্স | ৯০০ টাকা | ❎❎❎ |
| শান্ত ট্রাভেলস | ১২০০/১৮০০ টাকা | ❎❎❎ |
| সুলতানা ট্রাভেলস | ❎❎❎ | ৭০০ টাকা |
| এনা পরিবহন | ৭৫০ টাকা | ৬৮০ টাকা |
| সেন্টমার্টিন ট্রাভেলস | ১৬০০ টাকা | ❎❎❎ |
| রয়েল কক্স সার্ভিস | ১৬০০ টাকা | ❎❎❎ |
| লন্ডন এক্সপ্রেস | ১১০০ টাকা | ❎❎❎ |
| কাতার পরিবহন | ১৬০০/২০০০ টাকা | ❎❎❎ |
| ইমাদ পরিবহন | ৮০০ টাকা | ৬৫০ টাকা |
| প্যালেস্টাইন ট্রাভেলস | ১৪০০/১৬০০ টাকা | ❎❎❎ |
| ব্লু লাইন এক্সপ্রেস | ❎❎❎ | ৬০০ টাকা |
| রয়েল কোচ | ১২০০/১৪০০ টাকা | ❎❎❎ |
ঢাকা টু চট্টগ্রাম স্লিপার বাস ভাড়া
ঢাকা টু চট্টগ্রাম স্লিপার বাস ভাড়া সর্বনিম্ন ১২০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। সাধারণত বাসের ধরন সিঙ্গেল এবং ডাবল সিট অনুযায়ী ভাড়া নির্ধারণ হয়ে থাকে এছাড়াও বাসের সুযোগ সুবিধা অনুযায়ী ভাড়া কম বেশি হয়।
ঢাকা টু চট্টগ্রাম বাস কাউন্টার নাম্বার
ঢাকা শহরের বিভিন্ন কাউন্টার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে অনেকগুলো বাস ছাড়ে। নিচে ঢাকা শহরের কয়েকটি বাস কাউন্টারের নাম ও নাম্বার নিচে দেওয়া হলো:
| কাউন্টার নাম | কাউন্টার নাম্বার |
|---|---|
| সায়েদাবাদ কাউন্টার | ০১৭৫৫৬৬৭৭৮৮ |
| গাবতলী কাউন্টার | ০১৭৯৩৩২৮০৩৩ |
| কল্যাণপুর কাউন্টার | ০১৭৯৩৩২৮০৪৭ |
| মালিবাগ কাউন্টার | ০১৭১১৬১২৪৩৩ |
| আরামবাগ কাউন্টার | ০১৭৩০০৬০০০৯ |
| পান্থপথ কাউন্টার | ০১৭১২৩৪৫৬৭৮ |
| মতিঝিল কাউন্টার | ০১৭১২৩৪৫৬৭৮ |
| কলাবাগান কাউন্টার | ০১৭১১১৩০৮৬২ |
| কমলাপুর কাউন্টার | ০১৭৫৫৬৬৭৭৮৮ |
| ফকিরাপুল কাউন্টার | ০১৭১১২২৩৩৪৪ |
এখানে সবগুলো কাউন্টারের নাম এবং কাউন্টার নাম্বার দেওয়া হল তবে অনেক সময় কিছু কিছু নাম্বার বন্ধ পেতে পারেন সে সময় যোগাযোগ করার জন্য ১৬৩৭৪ এই নাম্বারে কল করে বিভিন্ন বাস সম্পর্কে যেকোন কিছু জেনে নিতে পারেন।
ঢাকা টু চট্টগ্রাম বাস টিকেট কাটার নিয়ম
ঢাকা টু চট্টগ্রাম বাস টিকিট অনলাইনে এবং অফলাইন দুইটি উপায়ে কাটতে পারবেন। অফলাইনের মাধ্যমে কাটতে চাইলে নির্দিষ্ট বাস কাউন্টারে গিয়ে কেটে নিতে হবে আর অনলাইনে মাধ্যমে কাটতে চাইলে নিচের নিয়ম ফলো করুন।
১. মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে গুগলে গিয়ে সার্চ করে Shohoz.com অথবা bdtickets.com যেকোন একটি ওয়েবসাইট এর মধ্যে যেতে হবে।
২. তারপরে সেই ওয়েবসাইটের মধ্যে যদি আগে থেকে অ্যাকাউন্ট না করা থাকে তাহলে একটি একাউন্ট তৈরি করে লগইন করে নিতে হবে।
৩. এরপরে ঢাকা এবং চট্টগ্রাম রুট সিলেক্ট করে দিতে হবে তারপর যে তারিখের টিকেট নিতে চাচ্ছেন সেই তারিখ সিলেক্ট করে সার্চ করতে হবে।
৪. সবগুলো বাসের নাম দেখতে পাবেন সেখান থেকে যে বাসের টিকিট কাটতে চাচ্ছেন সেটা পাশে দেখতে পাবেন Book Now বা View Seats সেখানে ক্লিক করে পরবর্তী ধাপে যাবেন।
৫. এবার একটি বাসের অনেকগুলো সিট থাকে সেখান থেকে যেগুলো সিট ফাঁকা রয়েছে সেখান থেকে একটি সিলেক্ট করে একটু ক্রল করে নিচের দিকে যাবেন।
৬. এরপরে প্যাসেঞ্জারের কিছু তথ্য দিতে হবে যেমন নাম, মোবাইল নাম্বার, জিমেইল এগুলো সঠিকভাবে দিয়ে পরবর্তী ধাপে যাবেন।
৭. এবার পেমেন্ট অপশন রয়েছে যেকোন একটি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে নির্দিষ্ট পরিমাণ টিকিটের মূল্য পরিশোধ করে দিতে হবে।
পেমেন্ট পরিশোধ করা হয়ে গেলে টিকিট কাটা সম্পূর্ণ হবে এবং টিকিটের একটি কপি দিয়ে দেওয়া হবে সেটা ডাউনলোড করে নিলেই হয়ে যাবে। তো এভাবেই খুব সহজে ঢাকা টু চট্টগ্রাম বাসের টিকিট কাটতে পারবেন।
লেখকের মন্তব্য
তো আজকের পোস্টে আপনাদেরকে জানিয়েছি ঢাকা টু চট্টগ্রাম বাস ভাড়া বাসের সময়সূচি সহ বিভিন্ন বিষয়ে আশা করছি এগুলো তথ্য আপনাদের অনেক উপকারে আসবে। তারপরেও যদি আপনাদের এই বিষয়ে কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন।
এবং এরকম আরও বিভিন্ন রুটের বাসের সময়সূচি ভাড়ার তালিকা সহ বিভিন্ন বিষয়ে জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা নিয়মিত ফলো করতে পারেন। সবার যাত্রা শুভ হোক সবাই ভালো থাকবেন।