চেন্নাই ইন্ডিয়ার একটি শহর অনেকেই ঢাকা থেকে চেন্নাই যেতে চান তাই আজকের পোস্টে আপনাদেরকে জানাবো ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া এবং ঢাকা টু চেন্নাই বিমান সিডিউল।
এছাড়াও আজকের এই পোস্ট থেকে আপনারা জানতে পারবেন ঢাকা টু চেন্নাই বিমান টিকেট কাটার নিয়ম, ঢাকা টু চেন্নাই কত কিলোমিটার এবং ঢাকা থেকে চেন্নাই যেতে কতক্ষণ সময় লাগে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক।
ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া ২০২৫ – ঢাকা টু চেন্নাই এয়ার টিকেট প্রাইস
ঢাকা টু চেন্নাই অনেকগুলো বিমান চলাচল করে থাকে। প্রতিটি বিমানের ভাড়া তারিখ এবং আরো বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে কম বেশি হয়ে থাকে। নিচে বেশ কয়েকটি ঢাকা টু চেন্নাই বিমানের ভাড়ার তালিকা দেওয়া হলো:
| বিমানের নাম | ভাড়া (ইকোনমি) | ভাড়া (বিজনেস) |
|---|---|---|
| বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ১৩,৭০০ টাকা | ৪১,৮৭০ টাকা |
| ইউ এস বাংলা এয়ারলাইন্স | ১৩,৬৯৮ টাকা | ৫১,৬৭০ টাকা |
| ইন্ডিগো এয়ারলাইন্স | ১৩,২৮৯ টাকা | ২৭,০২১ টাকা |
| এয়ার ইন্ডিয়া | ২৫,৮০৪ টাকা | ৩৪,৫৬৮ টাকা |
| ফ্লাই দুবাই এয়ারলাইন্স | ১৩২,৫২৯ টাকা | ❎❎ |
এখানে যে ভাড়া গুলো উল্লেখ করা হলো এ ভাড়া গুলো শুধুমাত্র One Way এর জন্য। তবে আপনারা যদি একসাথে যাওয়া এবং আসার টিকিট কাটেন তাহলে ভাড়া তুলনামূলক কিছুটা কম লাগবে। আর মনে রাখতে হবে বিমানের ভাড়া সব সময় পরিবর্তিত হয়।
ঢাকা টু চেন্নাই বিমান সিডিউল
ঢাকা টু চেন্নাই বিমান সিডিউল বিভিন্ন বিমানের বিভিন্ন সময়ে হয়ে থাকে। উপরের অংশে যেহেতু আপনাদেরকে পাঁচটি বিমানের সময়সূচী জানিয়েছি তাই সেই পাঁচটি বিমানের ঢাকা টু চেন্নাই সিডিউল টাইম দেখে নিন।
| বিমানের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | সময় লাগে |
|---|---|---|---|
| বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | সকাল ১১:২০ মিনিট | দুপুর ১:৩৫ মিনিট | ২ ঘণ্টা ৪৫ মিনিট |
| ইউ এস বাংলা এয়ারলাইন্স | সকাল ১০:৪৫ মিনিট | সকাল ১২:৫৫ মিনিট | ২ ঘণ্টা ৪০ মিনিট |
| ইন্ডিগো এয়ারলাইন্স | বিকাল ৫:১৫ মিনিট | সন্ধ্যা ৭:৩৫ মিনিট | ২ ঘণ্টা ৫০ মিনিট |
| এয়ার ইন্ডিয়া | সকাল ১১:৪৫ মিনিট | দুপুর ২:৩০ মিনিট | ২ ঘণ্টা ৪৫ মিনিট |
| ফ্লাই দুবাই এয়ারলাইন্স | সকাল ৮:১০ মিনিট | সকাল ১১:৩০ মিনিট | ৩ ঘণ্টা ২০ মিনিট |
এই নির্দিষ্ট সময় গুলোতে ঢাকা টু চেন্নাই এই বিমানগুলো চলাচল করে থাকি অর্থাৎ এই বিমানের টাইম সিডিউল। তবে বিভিন্ন সময় বিভিন্ন কারণে টাইম সিডিউল পরিবর্তন হতে পারে তাই অবশ্যই যখন আপনারা ভ্রমণ করবেন তখন টাইম সিডিউল দেখে নিবেন।
ইউ এস বাংলা এয়ারলাইন্স ঢাকা টু চেন্নাই
ইউ এস বাংলা এয়ারলাইন্স ঢাকা টু চেন্নাই যাতায়াত করে থাকে এই বিমানের মাধ্যমে যেতে চাইলে আপনারা যেতে পারবেন তবে এই বিমানের সম্পর্কে আপনাদের জানা প্রয়োজন। ইউএস-বাংলা এয়ারলাইন্স এ তিনটি আসন রয়েছে সেগুলো হলো: ইকোনমি লাইট, ইকোনোমি সেভার, ইকোনোমি ভ্যালু এবং ইকোনোমি ফ্লেক্স। কোনটার কত টাকা ভাড়া এবং সুযোগ সুবিধা সম্পর্কে জানুন।
ইকোনমি লাইট
- সর্বোচ্চ ৭ কেজি হাত ব্যাগ নেওয়া।
- চেক ইন ব্যাগেজ এলাও করা হবে।
- বিনামূল্যে খাবার দেওয়া হবে।
- ২৫% স্কাই স্টার মাইলস
- টিকিট পরিবর্তন করা যাবে তবে সে ক্ষেত্রে ফি দিতে হবে।
- রিফান্ড পাওয়া যাবে তবে ফি প্রদান করতে হবে।
- ধূমপান মুক্ত কেবিন।
- ভাড়া: ১৩,৬৯৮ টাকা
ইকোনোমি সেভার
- সর্বোচ্চ ৭ কেজি হাত ব্যাগ নেওয়া।
- চেক ইন ব্যাগেজ এলাও করা হবে।
- বিনামূল্যে খাবার দেওয়া হবে।
- ৫০% স্কাই স্টার মাইলস
- টিকিট পরিবর্তন করা যাবে তবে সে ক্ষেত্রে ফি দিতে হবে।
- রিফান্ড পাওয়া যাবে তবে ফি প্রদান করতে হবে।
- ধূমপান মুক্ত কেবিন।
- ভাড়া: ১৭,৩৭৩ টাকা
ইকোনোমি ভ্যালু
- সর্বোচ্চ ৭ কেজি হাত ব্যাগ নেওয়া।
- চেক ইন ব্যাগেজ এলাও করা হবে।
- বিনামূল্যে খাবার দেওয়া হবে।
- ৭৫% স্কাই স্টার মাইলস
- টিকিট পরিবর্তন করা যাবে তবে সে ক্ষেত্রে ফি দিতে হবে।
- রিফান্ড পাওয়া যাবে তবে ফি প্রদান করতে হবে।
- ধূমপান মুক্ত কেবিন।
- ভাড়া: ৩০,৮৪৭ টাকা
ইকোনোমি ফ্লেক্স
- সর্বোচ্চ ৭ কেজি হাত ব্যাগ নেওয়া।
- চেক ইন ব্যাগেজ এলাও করা হবে।
- বিনামূল্যে খাবার দেওয়া হবে।
- ১০০% স্কাই স্টার মাইলস
- টিকিট পরিবর্তন করা যাবে তবে সে ক্ষেত্রে ফি দিতে হবে।
- রিফান্ড পাওয়া যাবে তবে ফি প্রদান করতে হবে।
- ধূমপান মুক্ত কেবিন।
- ভাড়া: ৫১,৬৭০ টাকা
এই হল ঢাকা টু চেন্নাই ইউএস-বাংলা এয়ারলাইন্স এর আসন বিভাগ অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা এবং ভাড়া। তবে তারিখ বা সময় অনুযায়ী ভাড়া কম বেশি হতে পারে।
ঢাকা টু চেন্নাই বিমান টিকেট কাটার নিয়ম
ঢাকা টু চেন্নাই বিমানের টিকিট কাটতে আপনার দুটি উপায়ে পারবেন একটি হলো যেকোনো একটি বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে অথবা সরাসরি নিজের মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে যে বিমানের টিকিট কাটবেন সেই বিমানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
তো অনলাইনের মাধ্যমে ঢাকা টু চেন্নাই বিমানের টিকিট কাটার জন্য প্রথমে আপনি কোন বিমানে যাবেন সেটা নির্বাচন করতে হবে তারপরে গুগলে গিয়ে সার্চ করতে হবে সেই বিমানের অফিসিয়াল ওয়েবসাইটের নাম লিখে।
এরপরে সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে হবে ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করার পরে ঢাকা থেকে চেন্নাই নির্বাচন করতে হবে এরপরে শুধু যাওয়ার টিকিট কাটলে One Way আর যাওয়া আসা একসাথে কাটলে Round Way সিলেক্ট করতে হবে এরপরে তারিখ সিলেক্ট করতে হবে।তারপরে কত জনের জন্য টিকিট কাটতে যাচ্ছেন এবং ইকোনমি না বিজনেস টিকেট নিবেন তা সিলেক্ট করে সার্চ করতে হবে।
এরপরে বিমানের সিট সিলেক্ট করতে হবে এবং পরবর্তী ধাপে যেতে হবে। এর পরে নিজের নিজের নাম, মোবাইল নাম্বার জিমেইল সহ আরো বিভিন্ন তথ্য দেওয়ার প্রয়োজন হবে সবগুলো দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে।
এরপর সর্বশেষ টিকেটের যে মূল্য রয়েছে সে মূল্য পরিশোধ করতে হবে। যেহেতু বাংলাদেশ থেকে টিকিট কাটবেন সেজন্য বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংক কার্ড এর মাধ্যমে পেমেন্ট করে শোধ করতে পারবেন। টিকিটের মূল্য পরিশোধ করলেই টিকিট কাটা সম্পন্ন হয়ে যাবে।
ঢাকা টু চেন্নাই কত কিলোমিটার
ঢাকা টু চেন্নাই আনুমানিক ১,৯৮৭.৮ কিলোমিটার। যদি মাইল হিসেবে বলা হয় তাহলে ঢাকা টু চেন্নাই ১,২৩৫.১৬ মাইল। গুগল এর বর্তমান তথ্য অনুযায়ী এই হিসাবটা দেওয়া হলো।
ঢাকা টু চেন্নাই বিমানে কত সময় লাগে
ঢাকা টু চেন্নাই বেশ কয়েকটি বিমান যায় সেগুলো বিমানের মাধ্যমে যেতে সর্বনিম্ন ২ ঘন্টা ৪০ মিনিট থেকে সর্বোচ্চ ৩ ঘন্টা ২০ মিনিট পর্যন্ত সময় লাগে। যদি প্রাকৃতিক কোন দুর্যোগ জনিত সমস্যা না হয় তাহলে খুব অল্প সময়ের মধ্যে ঢাকা থেকে চেন্নাই যেতে পারবেন।
লেখকের মন্তব্য
আশা করছি প্রিয় বন্ধুরা আপনারা ঢাকা থেকে চেন্নাই বিমান ভাড়া, সিডিউল এবং টিকিট কাটার নিয়মসহ আরো বেশ কিছু বিষয়ে জানতে পেরেছেন।
আপনাদের যদি এখন এই বিষয়ে আর কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এবং আরো বিভিন্ন দেশের বিমানের সময়সূচি জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ধন্যবাদ।