কফি মেশিনের দাম কত টাকা অনেকে জানতে চেয়ে থাকেন তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন কোয়ালিটির কফি মেশিনের দাম। কফি মেশিন কেনার আগে অবশ্যই আপনাদেরকে এগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে।
তাই কফি মেশিনের দাম কত লিটার পাশাপাশি আপনাদেরকে জানাবো কফি মেশিন কিভাবে ব্যবহার করতে হয়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কফি মেশিন সম্পর্কে সকল বিষয় জেনে নেওয়া যাক।
কফি মেশিনের দাম
অনেকেই তাদের ব্যবসার জন্য কফি মেশিন কেনার কথা ভেবে থাকেন আবার অনেকে বাসায় কফি তৈরি করার জন্য কফি মেশিন কিনতে চান কিন্তু কফি মেশিন এর দাম কত টাকা তা অনেকে জানেন না। বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন কোয়ালিটি কফি তৈরি করা মেশিন পাওয়া যায় সেগুলোর দাম নিচে দেওয়া হলো:
| কফি মেশিনের নাম | কফি মেশিনের দাম |
|---|---|
| Vision WF1 202A Coffee Machine | 25,000 Taka |
| Inissia Nespresso Coffee Machine | 28,000 Taka |
| Vision MC WF1-202A Coffee Machine | 27,500 Taka |
| Suja Global 20L Coffee Machine | 26,500 Taka |
| Maxbrown Auto Coffee Maker | 26,000 Taka |
| Essenza Mini Coffee Machine | 32,000 Taka |
| Miyako Fast Espresso Coffee Maker | 8,000 Taka |
| Ocean 1.5-Liter Coffee Maker | 3,600 Taka |
| Miyako 2L Coffee Maker | 2,800 Taka |
| Philips Coffee Maker | 6,200 Taka |
| Russell Hobbs Coffee Maker | 10,500 Taka |
| De’Longhi Dinamica Coffee Maker | 175,000 Taka |
এই কফি মেশিন গুলো আপনারা আপনাদের নিকটস্থ শোরুমে পেয়ে যাবেন অথবা অনলাইনের মাধ্যমেও সংগ্রহ করতে পারবেন তবে যেখান থেকে সংগ্রহ করেন না কেন অবশ্যই ভালোভাবে যাচাই-বাছাই করে তারপরে নিবেন।
ওয়ালটন কফি মেশিন প্রাইস ইন বাংলাদেশ
বাংলাদেশে ওয়ালটন কফি মেশিন এর দাম সর্বনিম্ন ২৫০০ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। এগুলো কফি মেশিন দিয়ে খুব সহজেই এবং সুন্দরভাবে কফি তৈরি করতে পারবেন। আপনি যদি বিজনেসের জন্য ওয়ালটনের কফি মেশিন নিতে জানতে হবে বড়টা নেওয়া ভালো হবে।
আর যদি শুধুমাত্র বাসায় ব্যবহার করার জন্য ওয়ালটনের কফি মেশিন নিতে জানতে হবে ছোটটা নেওয়া ভালো হবে। যেটাই নেন না কেন অবশ্যই ভালোভাবে যাচাই-বাছাই করে এবং দাম করে নেওয়ার চেষ্টা করবেন।
নেসক্যাফে কফি মেশিন প্রাইস ইন বাংলাদেশ
নেসক্যাফে কফি মেশিন বর্তমানে অনেক জনপ্রিয়। বর্তমানে নেসক্যাফে কফি মেশিন ২০ হাজার থেকে ৩০ হাজার টাকার মধ্যে পাওয়া যায়। বাংলাদেশি যেগুলো কফি মেশিন পাওয়া যায় সেগুলো থেকে নেসক্যাফে কফি মেশিন এর দাম তুলনামূলক কিছুটা বেশি হয়ে থাকে।
তবে দাম বেশিরভাগ গুণগত দিক দিয়ে অনেক ভালো তাই আপনারা যদি একটু বেশি দাম দিয়ে হলেও নেসক্যাফে কফি মেশিন নেন তাহলে এটা অনেক ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং অনেকদিন ব্যবহার করতে পারবেন।
মিয়াকো কফি মেশিনের দাম কত
অনেকগুলো কোয়ালিটির মিয়াকো কফি মেশিন রয়েছে বর্তমানে অনেকেই মিয়াকো কফি মেশিন ব্যবহার করতে চান কিন্তু সঠিক দাম সম্পর্কে জানা নেই তাই এই অংশে আপনাদের জন্য বেশ কিছু মিয়াকো কফি মেশিনের নিচে দেওয়া হলো:
| নাম | দাম |
|---|---|
| Miyako CM-327 2 Liter Coffee Maker | 2,700 Taka |
| Miyako Fast Espresso Coffee Maker | 8,000 Taka |
| Miyako CM-2036 Espresso Coffee Maker | 9,900 Taka |
| Miyako CM-325 Coffee Maker | 3,700 Taka |
| Miyako CM-2009 Coffee Maker | 11,500 Taka |
| Miyako CM-2026 A Coffee Maker | 8,900 Taka |
| Miyako CM-2010 A Coffee Maker | 8,800 Taka |
এগুলো দামের মধ্যে মিয়াকো কফি মেশিন পেয়ে যাবেন তবে অনেক সময় বিভিন্ন জায়গায় দাম এর পার্থক্য থাকে আবার অনেক সময় দাম কম বেশি হয়ে থাকে সেজন্য যখন আপনি নিবেন তখন অবশ্যই আরো ভালোভাবে যাচাই-বাছাই করবেন।
রয়েল কফি মেশিন প্রাইস ইন বাংলাদেশ
রয়েল কফি মেশিন ছোট থেকে বড় বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায় যেগুলোর দাম সর্বনিম্ন ১২০০০ টাকা থেকে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। ছোট মেশিনগুলোতে সাধারণত কাপের পরিমাণ কম থাকে আর বড় মেশিনগুলোতে একসাথে অনেকগুলো কাপ ব্যবহার করা যায়।
যেমন দুই লিটারের মেশিনগুলোতে ৪ থেকে ৮ কাপ মিনিটে ব্যবহার করা যায়। সব মিলিয়ে অন্যান্য কফি মেশিনের থেকে রয়েল কফি মেশিন অনেক ভালো।
কফি মেশিন চালানোর নিয়ম
অনেকেই কফি মেশিন কেনার পরে সেটা কিভাবে চালাতে হয় তা জানেন না। কফি মেশিন চালানোর বেশ কিছু নিয়ম রয়েছে সেই নিয়মে চালিয়ে কফি তৈরি করতে পারবেন। তো কফি মেশিন চালানোর নিয়ম কি জেনে নিন।
- নতুন কফি মেশিন কেনার পরে সেটা ভালোভাবে খুলে নিতে হবে।
- দুই থেকে তিনটা বক্স থাকে সেগুলো ভিতরে ভালোভাবে সেট করে দিতে হবে।
- ভিতরে থাকা বক্সের মধ্যে কফি গুঁড়ো ভালোভাবে দিয়ে দিতে হবে।
- উপরের অংশে পানি রাখার জারে পানি ভর্তি করে সঠিকভাবে সেট করে দিতে হবে।
- কেবলের মাধ্যমে বিদ্যুতিক লাইন দিতে হবে এবং কয়েক মিনিট অপেক্ষা করতে হবে।
- এবার কফি তৈরি করার জন্য মেশিনটি প্রস্তুত হয়ে যাবে।
- কফি মেশিনের উপর বাটন রয়েছে সেগুলো বাটনে চেপে কফির কাপে কফি ঢেলে নেওয়া যাবে।
এভাবেই খুব সহজে কফি মেশিন চালাতে পারবেন। তবে এটা যেহেতু ইলেকট্রনিক জিনিস সেজন্য প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। বিশেষ করে যারা ব্যবসার জন্য ব্যবহার করেন তারা প্রতিদিন পরিষ্কার করবেন আর যারা বাসা বাড়িতে ব্যবহার করেন তারা মাঝে মাঝে পরিষ্কার করবেন।
লেখকের মন্তব্য
বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন ব্যান্ডের কফি মেশিন বাজারে পাওয়া যায় এর মধ্যে থেকে আপনারা যেটা কিনতে চান সেটা অবশ্যই ভালোভাবে যাচাই-বাছাই করে কেনার চেষ্টা করবেন।
এ বিষয়ে যদি আপনাদের কোন কিছু বুঝতে সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন আজকের মত এখানেই শেষ করছি।