মিশরের কায়রো শহরে আল আজহার বিশ্ববিদ্যালয় অবস্থিত। যারা ইসলাম বা আরবি শিক্ষা নিয়ে পড়ালেখা করে জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য এটি একটি সেরা বিশ্ববিদ্যালয়। তবে আল আজহার বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা থাকতে হবে সেগুলো যদি না থাকে তাহলে কখনোই ভর্তি হওয়া সম্ভব নয়।
তো আপনারা যারা আল আজহার বিশ্ববিদ্যালয় পড়তে চান তারা নিজের অংশগুলো থেকে জেনে নিন আল আজহার বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ, আল আজহার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ ২০২৫ তথ্যসহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়।
আল আজহার বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা
আল আজহার বিশ্ববিদ্যালয় একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য বেশ কিছু যোগ্যতার প্রয়োজন যেগুলো যোগ্যতা মধ্যে থাকলে এই বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়া যাবে এবং লেখাপড়া করা যাবে।
আল আজহার বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য যেগুলো যোগ্যতা থাকলে ভর্তি হওয়া যাবে সেগুলো যোগ্যতা হলো:
- মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- ইসলামী স্টাডিজ বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে।
- আরবি ভাষার ভালো দক্ষতা থাকতে হবে।
- বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
- আরবিতে লেখালেখি করার সক্ষমতা থাকতে হবে।
- ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা বা সাক্ষাৎকার দিতে হতে পারে।
- কোরআন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
- সুস্থ ও ভালো চরিত্রের অধিকারী হতে হবে।
কোন শিক্ষার্থীর মধ্যে যদি এই সকল যোগ্যতা থাকে তাহলে সেই শিক্ষার্থী আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবে। এছাড়াও আরো বেশ কিছু যোগ্যতার প্রয়োজন হতে পারে তাই ভর্তি হওয়ার আগে সরাসরি তাদের সাথে কথা বলে জেনে নিতে হবে।
আল আজহার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ ২০২৫
আল আজহার বিশ্ববিদ্যালয় স্কলারশিপ এর মাধ্যমে ভর্তি হয়ে লেখাপড়া করা যায়। একটি নির্দিষ্ট সময়ে স্কলারশিপ এই ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। প্রথমে জেনে নিন আলহাজার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ এর মাধ্যমে ভর্তি হতে পারলে যেগুলো সুযোগ সুবিধা পাওয়া যাবে।
স্কলারশিপ পাওয়ার সুযোগ সুবিধা
- ভর্তি হওয়ার জন্য কোন ফি দিতে হবে না।
- থাকা ও খাওয়া ফ্রি
- ভিসা ও বিমান টিকেট এর সুবিধা।
- কোন টিউশন ফি দিতে হবে না।
- বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে থাকলে ১৫০০ পাউন্ড এবং ক্যাম্পাসের বাইরে থাকলে ২৫০০ পাউন্ড খরচ দেওয়া হবে।
স্কলারশিপে আবেদন করার জন্য অনলাইন ফরম পূরণ করে জমা দিতে হবে। অনলাইন ফর্ম পূরণ করার জন্য বেশ কিছু ডকুমেন্ট বা কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো হলো:
- শিক্ষার্থীর জন্ম সনদ
- জাতীয় পরিচয় পত্র এর কপি
- দাখিল এবং আলিম এর মার্কশিট ও সার্টিফিকেট
- পাসপোর্ট কপি
- মেডিকেল সার্টিফিকেট
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
- বসবাসের ঠিকানা তথ্য
- সদ্য তোলা ৬ কপি ছবি
- শিক্ষার্থীর জিমেইল আইডি
- একটি সচল মোবাইল নাম্বার
- আরবি ভাষা শিক্ষা কোর্স সার্টিফিকেট
আল আজহার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ এ ভর্তির জন্য যে বিজ্ঞপ্তি দেয়া হবে সেখানে উল্লেখিত একটি ঠিকানা থাকবে সেই ঠিকানায় এগুলো ডকুমেন্টস জমা দিতে হবে তার আগে অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটাই জেনে নিন।
আমি গুগলে গিয়ে http://202.4.112.150:3030 এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে হবে তারপরে একটি একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। একাউন্ট রেজিস্ট্রেশন করার পরে একটি প্রোফাইল তৈরি হবে সেই প্রোফাইলে বেশ কিছু তথ্য দিয়ে কমপ্লিট করতে হবে।
প্রোফাইল সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেলে Circular List অপশন থেকে নির্দিষ্ট সার্কুলার এ যেতে হবে তাহলে Apply নামে একটি অপশন আসবে সেখানে প্রেস করলে আবেদন ফরম চলে আসবে সেই আবেদন ফরমে বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল তথ্য সঠিকভাবে দিতে হবে।
আবেদন ফরমের সকল তথ্য যদি সঠিকভাবে দেওয়া হয় এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সবশেষে Apply বাটনে প্রেস করতে হবে তাহলে অনলাইন আবেদন সম্পূর্ণ হবে। অনলাইনে আবেদন সম্পূর্ণ হলে উপরে বলা ডকুমেন্টস গুলো নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। এভাবেই আল আজহার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়া যাবে।
আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ
আল আজহার বিশ্ববিদ্যালয়ের দুইভাবে পড়াশোনা করা যায় একটি হলো স্কলারশিপের মাধ্যমে এবং আরেকটি হলো সম্পূর্ণ নিজ খরচে। যদি স্কলারশিপের মাধ্যমে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যায় তাহলে খরচ অনেকটা কম লাগবে আর যদি সম্পূর্ণ নিজ খরচে ভর্তি হওয়া হয় তাহলে খরচ বেশি লাগবে।
আল আজহার বিশ্ববিদ্যালয়ে যদি স্কলারশিপ এর মাধ্যমে পড়ার সুযোগ হয় তাহলে সব খরচ সরকার বহন করবে তবুও প্রতিমাসে ১২ থেকে ১৫ হাজার টাকা খরচ হতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি কিভাবে খরচ করছেন বা কিভাবে চলাফেরা করছেন তার ওপর।
আর যদি স্কলারশিপ এর মাধ্যমে পড়ার সুযোগ না পান তাহলে খরচ একটু বেশি পড়বে তবে বাংলাদেশের অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি ফি, টিউশন ফি, থাকা খাওয়া এবং হাত খরচ সহ অনেক টাকা লেগে যায় সেখানে আল আজহার বিশ্ববিদ্যালয়ে সকল খরচ সহ আনুমানিক ৭ থেকে ৮ লক্ষ মত লাগবে।
খরচের দিক দিয়ে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকলে কিছুটা কম টাকা লাগবে। তবে এখানে যে টাকার পরিমাণ বলা হয়েছে এটা নির্দিষ্ট নই শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্য এই পরিমাণ। তবে হ্যাঁ অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটিতে যে পরিমাণ খরচ হয় সেটা তুলনাই এখানে কম খরচ হয়ে থাকে।
আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট কি কি
আল আজহার বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সাবজেক্ট রয়েছে যেমন কুরআন শিক্ষা, ইসলামী আইন শিক্ষা, যুক্তিবিদ্যা, চিকিৎসা, বিজ্ঞান, ভাষা ও মানবিকতা, ব্যবসায় প্রশাসন, কৃষি, প্রযুক্তি ইত্যাদি আরো অনেক ইসলামী জ্ঞান অর্জন এর জন্য সাবজেক্ট বা শিক্ষা রয়েছে। মোটকথা এখান থেকে একজন শিক্ষার্থী অনেক কিছুই শিখতে পারবে।
আল আজহার বিশ্ববিদ্যালয়ে মেয়েরা পড়তে পারবে কি?
অনেকেই প্রশ্ন করে থাকেন আল আজহার বিশ্ববিদ্যালয় মেয়েরা পড়তে পারবে কিনা। কারণ বেশিরভাগ সময় আল আজহার বিশ্ববিদ্যালয়ে ছেলেদের পড়তে দেখা যায়। আল আজহার বিশ্ববিদ্যালয় মেয়েরা পড়তে পারবে মেয়েদের জন্য আলাদাভাবে চিকিৎসা অনুষদ রয়েছে সেখানে মেয়েদেরকে পড়ার সুযোগ দেওয়া হয়।
আল আজহার বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত
আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরের কায়রো শহরে অবস্থিত। এটি একটি অন্যতম সেরা ইসলামিক বিশ্ববিদ্যালয়। এটি মিশরের সবচেয়ে পুরাতন ইসলামিক ডিগ্রী প্রদানকারী শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন দেশ থেকে এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার জন্য অনেক শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে।
আল আজহারের ছাত্র সংখ্যা কতজন?
আল আজহার বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা ২৬৯,৭৩৩ জন এর মধ্যে থেকে ইন্টারন্যাশনাল শিক্ষার্থীর সংখ্যা ২৩,৯৫৫ জন। তবে এ সংখ্যা প্রতিনিয়ত বাড়তেই থাকবে।
আল আজহার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
আল আজহার বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটার ঠিকানা হলো https://azhar.edu.eg/আপনারা যারা আল আজহার বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তারা চাইলে সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জেনে নিতে পারেন অথবা এই info@azhar.edu.eg মেইল আইডির মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন তথ্য জানতে পারেন।
আমাদের শেষ কথা
প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা আল আজহার বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা সহ আরও বিভিন্ন বিষয়ে বিস্তারিত ভাবে জানতে পেরেছেন। আপনারা যদি আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান তাহলে অবশ্যই আগে থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।
এখানে যেগুলো বিষয় জানানো হয়েছে এরপরেও আপনাদের যদি আরো কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকের আর্টিকেলটি এখানেই শেষ করলাম।