৬ ফুট বাই ৭ ফুট ম্যাট্রেস প্রাইস ইন বাংলাদেশ

৬ ফুট বাই ৭ ফুট ম্যাট্রেস প্রাইস ইন বাংলাদেশ আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো। বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন দামের ম্যাট্রেস বাজারে পাওয়া যায় কিন্তু সেগুলোর সঠিক দাম না জানার কারণে অনেক সময় আপনাদের থেকে বেশি দাম নিয়ে নেয়।

তাই সঠিক দাম জানা থাকলে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে না তাহলে চলুন নিচের অংশগুলো থেকে জেনে নেওয়া যাক বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন সাইজের ম্যাট্রেস এর দাম গুলো।

৬ ফুট বাই ৭ ফুট ম্যাট্রেস প্রাইস ইন বাংলাদেশ

৬ ফুট বাই ৭ ফুট ম্যাট্রেস এর দাম কোয়ালিটি অনুযায়ী সর্বনিম্ন ২০০০ টাকা থেকে শুরু করে ৫০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। দামের পার্থক্য থাকার কারণ হলো কোন ম্যাট্রেস কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে।

ভালো মানের উপাদান দিয়ে তৈরি করা ৬ ফুট বাই ৭ ফুট ম্যাট্রেস এর দাম যেমন বেশি সে কারণে এগুলো অনেক বছর টিকে থাকে সহজে নষ্ট হয় না এবং ঘুমাতে অনেক বেশি আরামদায়ক হয়ে থাকে। ভালো কোয়ালিটির Swan Pocket Spring Mattress ৬ ফুট বাই ৭ ফুট নিতে চাইলে দাম পড়বে ৫০ হাজার ৭৫০ টাকা।

আবার আপনি যদি কম দামের মধ্যে ৬ ফুট বাই ৭ ফুট এর Deluxe Topper Mattress নেন তাহলে এটার দাম পড়বে ২০০০ টাকা থেকে ৩০০০ টাকা। তবে আপনি যদি দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই একটু বেশি দাম দিয়ে ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন।

স্প্রিং ম্যাট্রেস প্রাইস ইন বাংলাদেশ

বাংলাদেশে অনেক কোয়ালিটির স্প্রিং ম্যাট্রেস রয়েছে সাধারণ ম্যাট্রেস এর থেকে স্প্রিং ম্যাট্রেস অনেকটা ভালো তবে এগুলোর দাম তুলনামূলক একটু বেশি হয়ে থাকে। দেখে নিন স্প্রিং ম্যাট্রেস এর দামের তালিকা:

আরো পড়ুন:  আরএফএল ওজন স্কেল ৫ থেকে ১০০০ কেজি দাম বাংলাদেশে
ম্যাট্রেসের নাম ম্যাট্রেসের দাম
Fairy Bonel Spring Mattress 19,600 Taka
Pocket Spring Mattress 45,600 Taka
Max Pocket Spring Mattress 29,500 Taka
Swan Pocket Spring Mattress 43,500 Taka
Latex Pocket Spring Mattress 110,000 Taka
Memory Pocket Spring Mattress 52,800 Taka
Latex Pocket Spring Mattress 91,000 Taka

এই স্প্রিং ম্যাট্রেস অনেক আরামদায়ক হয়ে থাকে আর যেহেতু খুবই ভালো মানের সেজন্য এগুলোর দাম তুলনামূলক কিছুটা বেশি তবে এগুলো অনেকদিন টেকসই হবে। তো যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা নিতে পারেন।

সোয়ান ম্যাট্রেস এর দাম ২০২৫

বাংলাদেশের অন্যতম একটি ম্যাট্রেস ব্র্যান্ড হলো সোয়ান তারা বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন দামের ম্যাট্রেস তৈরি করে থাকে। সোয়ান স্প্রিং ম্যাট্রেস ৩ ফুট বাই ৬ ফুট এর দাম ২৬ হাজার ১০০ টাকা এবং একই ম্যাট্রেস ৭ ফুট বাই ৮ ফুট এর দাম ৮১ হাজার ২০০ টাকা।

সোয়ান সাধারণ ম্যাট্রেস গুলোর দাম সর্বনিম্ন সাইজ ৩ ফুট বাই ৬ ফুট ৬,৪৫০ টাকা এবং সর্বোচ্চ সাইজ ৬ ফুট বাই ৮ ফুট এর দাম ১৭,২০০ টাকা। এরকম ভাবে বিভিন্ন সাইজ অনুযায়ী দাম নির্ধারণ হয়ে থাকে। সাইজ অনুযায়ী কয়েকটি সোয়ান ম্যাট্রেস এর দাম নিচে ছক আকারে দেওয়া হলো:

নাম ও সাইজ দাম
সোয়ান স্প্রিং ম্যাট্রেস ৪ ফুট বাই ৫ ফুট ২৯,০০০ টাকা
সোয়ান স্প্রিং ম্যাট্রেস ৫ ফুট বাই ৬ ফুট ৪৩,৫০০ টাকা
সোয়ান স্প্রিং ম্যাট্রেস ৬ ফুট বাই ৭ ফুট ৬০,৯০০ টাকা
সোয়ান স্প্রিং ম্যাট্রেস ৭ ফুট বাই ৮ ফুট ৮১,২০০ টাকা
সোয়ান স্ট্যান্ডার্ড ম্যাট্রেস ৩ ফুট বাই ৬ ফুট ৩,৯৩০ টাকা
সোয়ান স্ট্যান্ডার্ড ম্যাট্রেস ৫ ফুট বাই ৭ ফুট ৭,৬৪২ টাকা
সোয়ান স্ট্যান্ডার্ড ম্যাট্রেস ৬ ফুট বাই ৮ ফুট ১০,৪৮০ টাকা

পারটেক্স ম্যাট্রেস দাম

বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন সাইজের পারটেক্স ম্যাট্রেস বাজারে পাওয়া যায় যার মূল্য সর্বনিম্ন ২৫০০ থেকে শুরু ৭০০০ টাকা এবং ১০ হাজার টাকা অথবা তার বেশি টাকারও রয়েছে। দাম মূলত নির্ভর করে থাকে কিরকম ফোম দিয়ে তৈরি করা হয়েছে সেটার উপর।

আরো পড়ুন:  কফি মেশিনের দাম - ওয়ালটন কফি মেশিন প্রাইস ইন বাংলাদেশ

অনলাইন এবং অফলাইন দুই জায়গা থেকেই আপনারা পারটেক্স ম্যাট্রেস পেয়ে যাবেন তবে আপনাদের সবচেয়ে তবে যদি আপনার নিজে দেখে যাচাই-বাছাই করে নিতে পারেন। তো আশা করছি আপনাদের চাহিদা অনুযায়ী সঠিক দামের মধ্যে পারটেক্স ম্যাট্রেস বাছাই করতে পারবেন।

এপেক্স ম্যাট্রেস এর দাম

এপেক্স ম্যাট্রেস বিভিন্ন দামের রয়েছে ১২,০০০ টাকা থেকে শুরু করে ১৪,০০০ টাকার মধ্যে ভালো কোয়ালিটির এপেক্স ম্যাট্রেস পাওয়া যায়। ৫ ফুট বাই ৭ ফুট এপেক্স ম্যাট্রেস এর দাম ১২,৫০০ হাজার টাকা, ৫.৫ ফুট বাই ৭ ফুট এপেক্স ম্যাট্রেস ১৩,৫০০ টাকা এবং ৬ ফুট বাই সাত ফুট এপেক্স ম্যাট্রেস এর দাম ১৪,৫০০ টাকা। তবে জায়গা ভেদে দামের কিছুটা পার্থক্য থাকতে পারে।

অর্থোপেডিক ম্যাট্রেস দাম

ভালো এবং আরামদায়ক ঘুমের জন্য অনেকেই অর্থোপেডিক ম্যাট্রেস কেনার কথা ভেবে থাকেন কিন্তু এগুলোর দাম কেমন সে সম্পর্কে ধারণা নেই। আসলে বাজারে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন সাইজের অর্থোপেডিক ম্যাট্রেস পাওয়া যায় যেগুলোর দাম এক এক রকম।

৬ ফিট বাই ৭ ফিট অর্থোপেডিক ম্যাট্রেস এর দাম ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা। এছাড়াও আরো কম এবং আরো বেশি দামের অর্থোপেডিক ম্যাট্রেস রয়েছে যেগুলো আপনারা আপনাদের পছন্দ মত কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন।

সিঙ্গেল ম্যাট্রেস এর দাম কত

কোয়ালিটি অনুযায়ী সিঙ্গেল ম্যাট্রেস এর দাম ২০০০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। সিঙ্গেল ম্যাট্রেসগুলোতে শুধুমাত্র একজন শুয়ে থাকতে পারে।

Single Air Bed Camping Mattress যার বর্তমান দাম ২০০০ টাকা। Noman Single Rebond Mattress একদম আল্ট্রা সফট কোয়ালিটি যার বর্তমান দাম ৯০০০ টাকা।

কোন কোম্পানির ম্যাট্রেস ভালো

বাংলাদেশে সোয়ান ম্যাট্রেস, হাতিল ম্যাট্রেস, চ্যাম্পিয়ন গ্রুপ ম্যাট্রেস, পারটেক্স ম্যাট্রেস, এপেক্স ম্যাট্রেস, হোমটেক্স ম্যাট্রেস,কমফি ম্যাট্রেস সহ আরো বিভিন্ন কোম্পানির ভালো মানের ম্যাট্রেস রয়েছে।

আরো পড়ুন:  ইলেকট্রিক কেটলি প্রাইস ইন বাংলাদেশ ২০২৫

আপনাদের চাহিদা অনুযায়ী যেকোনো একটি কোম্পানির ভালো মানের ম্যাট্রেস যাচাই-বাছাই করে কিনে নিতে পারেন অথবা সরাসরি নিজেদের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারেন।

ভালো ম্যাট্রেস চেনার উপায়

যেহেতু বাজারে অসংখ্য ধরনের ম্যাট্রেস পাওয়া যায় সেজন্য এর মধ্যে থেকে ভালো মানের ম্যাট্রেস চেনার উপায় না জানলে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভালো মানের ম্যাট্রেস কেনার আগে অবশ্যই চেনার উপায় জেনে নেওয়া প্রয়োজন। ভালো ম্যাট্রেস চিনতে যেগুলো বিষয়ে খেয়াল রাখবেন।

  • ফোম অতিরিক্ত নরম নয় আবার অতিরিক্ত শক্ত নয় এরকম দেখে বাছাই করতে হবে।
  • শুয়ে থাকলে বা বসে থাকলে একেবারে বসে যায় না এরকম দেখে নিতে হবে।
  • ভালো কুলিং ফিচার থাকতে হবে এতে গরমের সময় ঘামলেও কোন সমস্যা হবে না।
  • কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে সেটা জেনে নিতে হবে।
  • ধুলো ময়লা বা ব্যাকটেরিয়া কম জমে এরকম দেখে বাছাই করতে হবে।
  • বাজারে অনেক ব্যান্ডের ম্যাট্রেস রয়েছে সবচেয়ে ভালো ব্র্যান্ডের ম্যাট্রেস বাছাই করতে হবে।
  • রিটার্ন পলিসি সম্পর্কে জেনে নিতে হবে।
  • যদি সম্ভব হয় তাহলে কিছুক্ষণ শুয়ে টেস্ট করে নিলে ভালো হবে।
  • ভালো মানের এর ট্রায়াল পিরিয়ড থাকে সেটা দিবে কিনা জেনে নিতে হবে।
  • কত বছরের ওয়ারেন্টি রয়েছে এটাও জেনে নিতে হবে।

ভালো মানের ম্যাট্রেস নির্বাচন করার ক্ষেত্রে এই সকল বিষয়ে ভালোভাবে যাচাই বাছাই করে নিতে হবে। আর ভালো মানের ম্যাট্রিসে এ সকল সুযোগ সুবিধা ওয়ারেন্টি সহ দিতে পারবে। তারপরেও আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী আরো ভালোভাবে যাচাই-বাছাই করতে পারেন।

লেখকের মন্তব্য

প্রিয় বন্ধুরা আজকের আর্টিকেলে আপনাদেরকে বিভিন্ন রকম ম্যাট্রেস এর দাম জানানো হয়েছে আশা করছি আপনারা এগুলো দাম জানার পরে কিনতে সুবিধা হবে। তারপরেও অনেক সময় দাম কম বেশি হতে পারে তাই অবশ্যই আরো ভালোভাবে জেনে শুনে নেওয়ার চেষ্টা করবেন।

আর শুধুমাত্র দাম কম হলেই হবে না ভালো মানের হতে হবে তাই যদি ভালো মানের নিতে চান তাহলে দাম কিছুটা বেশি লাগবে। এখন আপনাদের যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ।

5/5 - (1 vote)

এই ওয়েবসাইটে ভ্রমণ, শিক্ষা তথ্য এবং বিভিন্ন প্রোডাক্টের দামদর নিয়ে পোস্ট করা হয়ে থাকে। আপনারা যারা অনলাইনে এই বিষয়গুলো জানতে চান তারা ওয়েবসাইটটি নিয়মিত ফলো করতে পারেন।

Sharing Is Caring:

Leave a Comment