ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী এবং ভাড়া কত তা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো। এছাড়াও অনলাইনের মাধ্যমে ঢাকা থেকে সিলেট ট্রেনের টিকিট কিভাবে বুকিং করবেন সেই বিষয়েও জানতে পারবেন।
তাই এই সকল বিষয়ে জানার জন্য নিচের অংশগুলো মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন। তাহলে চলুন জেনে নেওয়া যাক ঢাকা টু সিলেট ট্রেন সম্পর্কিত সকল বিষয়ে বিস্তারিত তথ্য।
ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী ২০২৫
ঢাকা টু সিলেট রুটে প্রতিনিয়ত চারটি আন্তঃনগর ট্রেন চলাচল করে সেগুলো হলো: পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং কালানি এক্সপ্রেস। ঢাকা টু সিলেট এই চারটি আন্তঃনগর ট্রেনের সময়সূচী নিচে দেওয়া হলো:
| ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | ছুটির দিন |
|---|---|---|---|
| পারাবত এক্সপ্রেস (৭০৯) | সকাল ৬:৩০ মিনিট | দুপুর ১:০০ মিনিট | সোমবার |
| জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭) | সকাল ১১:১৫ মিনিট | সন্ধ্যা ৭:০০ মিনিট | মঙ্গলবার |
| উপবন এক্সপ্রেস (৭৩৯) | রাত ১০:০০ মিনিট | ভোর ৫:০০ মিনিট | বুধবার |
| কালানি এক্সপ্রেস (৭৭৩) | দুপুর ২:৫৫ মিনিট | রাত ৯:৩০ মিনিট | শুক্রবার |
ছুটির দিন ব্যতীত ঢাকা টু সিলেট রুটে এই চারটি ট্রেন নির্দিষ্ট সময়ে চলাচল করে থাকে। তবে আপনারা অবশ্যই ট্রেনে যাতায়াত করতে চাইলে ট্রেনের যে নির্দিষ্ট সময় রয়েছে তার কিছুক্ষণ আগে রেলস্টেশনে গিয়ে পৌঁছাবেন।
সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৫
সিলেট টু ঢাকা চারটি আন্তঃনগর ট্রেন প্রতিনিয়ত চলাচল করে। শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত। সিলেট টু ঢাকা ট্রেনের নাম, সময়সূচী এবং বন্ধের দিন কবে তা নিচের অংশ থেকে দেখে নিন।
| ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | ছুটির দিন |
|---|---|---|---|
| পারাবত এক্সপ্রেস (৭১০) | বিকাল ৪:০০ মিনিট | রাত ১০:৪০ মিনিট | সোমবার |
| জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮) | দুপুর ১২:০০ মিনিট | সন্ধ্যা ৭:১৫ মিনিট | বৃহস্পতিবার |
| উপবন এক্সপ্রেস (৭৪০) | রাত ১১:৩০ মিনিট | ভোর ৫:৪০ মিনিট | সোমবার |
| কালানি এক্সপ্রেস (৭৭৪) | সকাল ৬:১৫ মিনিট | দুপুর ১২:৫৫ মিনিট | শুক্রবার |
সিলেট থেকে ঢাকা এই চারটি আন্তঃনগর ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে পারবেন। যে সময় যাতায়াত করলে আপনার সুবিধা হবে সে সময় টিকিট কাটবেন এবং নির্দিষ্ট সময়ের আগে রেলস্টেশনে গিয়ে পৌঁছাবেন এতে করে ট্রেন মিস যাওয়ার সম্ভাবনা থাকবেনা।
ঢাকা টু সিলেট ট্রেনের ভাড়া ২০২৫
ঢাকা টু সিলেট ট্রেনের ভাড়া কত তা অনেকেই জানেন না কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ সঠিক ভাড়া না জানার কারণে অনেক সময় ভাড়া বেশি দিতে হয়। তাই ঢাকা টু সিলেট ট্রেনের আসন বিভাগ অনুযায়ী ভাড়ার তালিকা দেখে নিন।
| আসন বিভাগ | টিকিটের দাম |
|---|---|
| S_Chair | 375 Taka |
| F_Seat | 575 Taka |
| Snigdha | 719 Taka |
| AC_S | 863 Taka |
| AC_B | 1338 Taka |
সিট অনুযায়ী ভাড়া কম বেশি হয়ে থাকে এখন আপনি যে সিট নির্বাচন করবেন সেই অনুযায়ী আপনাকে ভাড়া পরিশোধ করতে হবে। যখন আপনি টিকিট কাটবেন তখন আসন বিভাগ নির্বাচন করে সেই অনুযায়ী টিকিটের মূল্য পরিশোধ করবেন।
ঢাকা টু সিলেট ট্রেনের কেবিন ভাড়া
ঢাকা টু সিলেট ট্রেনের কেবিনের ভাড়া বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে তাই আপনাকে সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে কেবিন সিলেক্ট করতে হবে তারপরে দেখতে পাবেন যে কত টাকা ভাড়া আসতেছে।
সিঙ্গেল কেবিন নিলে ভাড়া কিছুটা কম এবং ডাবল কেবিন নিলে ভাড়া কিছুটা বেশি। যদি অনলাইনে মাধ্যমে টিকিট কাটেন তাহলে কেবিন সিলেক্ট করার সাথে সাথে টাকার পরিমাণ দেখাবে আর যদি রেল স্টেশনে গিয়ে টিকিট কাটেন তাহলে তারা আপনাকে বলে দিবে কত টাকা লাগবে।
যদি দিনের বেলা একসাথে তিনটা টিকিট কাটেন তাহলে সেটা একটা ফুল কেবিন হয়ে যায়। যার আনুমানিক ভাড়া পড়তে পারে ২২৫০ টাকা। তবে এই ভাড়া অনেক সময় আপডেট হয়ে কমবেশি হয়ে থাকে তাই টিকিট কেনার আগে ভালোভাবে যাচাই-বাছাই করে নিবেন।
ঢাকা টু সিলেট ট্রেন স্টেশন লিস্ট
ঢাকা টু সিলেট চারটি আন্তঃনগর ট্রেন বিভিন্ন সময়ে বিভিন্ন স্টেশন হয়ে চলাচল করে থাকে। এখানে ঢাকা টু সিলেট পারাবত এক্সপ্রেস ট্রেনের স্টেশন লিস্ট দেওয়া হলো।
- ঢাকা রেলওয়ে স্টেশন
- ঢাকা বিমানবন্দর রেলস্টেশন
- ভৈরব বাজার রেলস্টেশন
- ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন
- আজমপুর রেলস্টেশন
- নয়াপাড়া রেলস্টেশন
- শায়েস্তাগঞ্জ রেলস্টেশন
- শ্রীমঙ্গল রেলস্টেশন
- ভানুগাছ রেলস্টেশন
- কুলাউড়া রেলস্টেশন
- মাইজগাঁও রেলস্টেশন
- সিলেট রেলস্টেশন
ঢাকা টু সিলেট রুটের অন্যান্য ট্রেনগুলো এখানে উল্লেখিত কিছু স্টেশন সহ আরো অন্য স্টেশনে যাত্রা বিরতি নিয়ে থাকে। এখানে আপনাদেরকে শুধু একটি ট্রেনের স্টেশনের লিস্ট দেওয়া হয়েছে আপনারা চাইলে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে অন্য ট্রেনের স্টেশন দেখে নিতে পারেন।
ঢাকা টু সিলেট ট্রেনের টিকেট বুকিং
ঢাকা টু সিলেট ট্রেনের টিকেট বুকিং দেওয়ার জন্য প্রথমে আপনাদের কি আপনাদের মোবাইল থেকে যেতে হবে eticket.railway.gov.bd এই ওয়েবসাইটের মধ্যে তারপরে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তারপরে ভোটার আইডি কার্ড এবং আপনার নাম ঠিকানা দিয়ে অ্যাকাউন্ট সম্পন্ন করতে হবে।
একাউন্ট খোলা হয়ে গেলে লগইন করে টিকিট বুকিং দেওয়া যাবে সেজন্য ঢাকা টু সিলেট নির্বাচন করতে হবে। এরপরে কত তারিখে টিকিট কাটতে চাচ্ছেন সেটা নির্বাচন করতে হবে এবং আসন বিভাগ নির্বাচন করতে হবে।
তারপরে টিকিট কাটার জন্য ট্রেন নির্বাচন করতে হবে এবং ট্রেনের নিচে ট্রেনের আসন বিভাগের নাম লেখা থাকবে সেখান থেকে Book Now লেখার উপর টাচ করতে হবে। এরপরে যেগুলো সিট সাদা হয়েছে সেগুলো নির্বাচন করতে পারবেন হলুদ গুলো ইতিমধ্যে বুকিং হয়ে গেছে।
সিট সিলেক্ট করার পরে Continue Purchase এর উপর টাচ করবেন তারপরে আপনার মোবাইল নাম্বারে ওটিপি কোড আসবে সেটা দিয়ে কনফার্ম করবেন। এরপরে বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক কার্ডের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে।
টাকা পরিশোধ করা হয়ে গেলে টিকিট বুকিং দেওয়া সম্পন্ন হয়ে যাবে। তখন সেই টিকিটের কপি যে জিমেইল দিয়ে একাউন্ট খোলা হয়েছিল সেই জিমেইল একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে সেটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অথবা কম্পিউটার থেকে প্রিন্ট করে বের করে নিতে পারেন।
এভাবেই খুব সহজে ঢাকা টু সিলেট ট্রেনের টিকিট আগে থেকে বুকিং দিয়ে রাখতে পারবেন। আগে থেকে টিকিট বুকিং দিয়ে রাখলে অনেক বেশি সুবিধা হয়। কারণ অনেক সময় দেখা যায় যখন যাত্রা করতে চাচ্ছেন তখন টিকিট অ্যাভেলেবল থাকে না তাই আগে বুকিং দেওয়াই ভালো।
ঢাকা টু সিলেট কত কিলোমিটার
ঢাকা টু সিলেট এর দূরত্ব প্রায় ২৩৬ কিলোমিটার। ঢাকা থেকে সিলেট ট্রেনের মাধ্যমে যেতে প্রায় ৬ ঘন্টা ত্রিশ মিনিট থেকে ৭ ঘন্টা ৪৫ মিনিট পর্যন্ত সময় লাগে। আর যদি সড়ক পথে যাওয়া যায় তাহলে প্রায় একই সময় লাগে যদি রাস্তায় কোন জ্যাম না থাকে।
ট্রেন যাত্রাই যেগুলো বিষয় খেয়াল রাখা জরুরী
ট্রেনে যাত্রা করতে চাইলে বেশ কিছু বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন তাহলে কোন ধরনের সমস্যাই পড়তে হবে না।
- টিকিট আগে থেকে যাচাই-বাছাই বা কনফার্ম করুন।
- নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ আগে স্টেশনে গিয়ে পৌঁছাতে হবে।
- ট্রেনের প্লাটফর্ম এবং নম্বর আগে চেক করে নিতে হবে। কারণ এটা অনেক সময় পরিবর্তন হয়।
- ট্রেনে উঠার আগে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে নাকি চেক করে নিন।
- অপরিচিত ব্যক্তির থেকে কোন কিছু না খাওয়া ভালো।
- অপরিচিত কোন ব্যক্তিকে নিজের কোন তথ্য না দেওয়া ভালো।
- ট্রেন চলাকালীন সময়ে দরজা বা জানালার আশেপাশে যাওয়া উচিত নয়।
- হালকা এবং সহজে বহনযোগ্য এরকম ব্যাগ নেওয়া উচিত।
- ট্রেনের মধ্যে ধূমপান বা কারো সাথে খারাপ আচরণ করা থেকে বিরত থাকা উচিত।
লেখকের মন্তব্য
আশা করছি আপনারা আজকের এই পোস্ট থেকে জানতে পেরেছেন ঢাকা টু সিলেট ট্রেনের ভাড়া এবং ঢাকা টু সিলেট এবং সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচী, কেবিন ভাড়া, স্টেশন লিস্ট এবং সর্বশেষ টিকেট বুকিং করার নিয়ম।
তারপরে হয়তো অনেকে অনেক বিষয় বুঝতে পারেন না বা বুঝতে সমস্যা হয় তাই চাইলে আমাদেরকে কমেন্ট করে সমস্যাগুলো জানাতে পারেন। আর এইরকম আরও বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ধন্যবাদ।





