ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো। যারা নতুন ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের মাধ্যমে যেতে চান তারা অনেকেই সময়সূচী এবং ভাড়া জানেন না এতে করে ঝামেলায় পড়তে হয়।
তাহলে চলুন নিচের অংশগুলো থেকে জেনে নেওয়া যাক ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা এবং আরো জানতে পারবেন ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের টিকিট কিভাবে কাটবেন এ সকল বিষয়ে বিস্তারিত তথ্য।
ঢাকা টু চট্টগ্রাম রুটের সকল ট্রেনের নাম
ঢাকা টু চট্টগ্রাম রুটে বর্তমানে প্রতিনিয়ত মোট ৮ টি ট্রেন চলাচল করে। প্রতিদিন হাজার হাজার যাত্রী এগুলো ট্রেনের মাধ্যমে ঢাকা থেকে চট্টগ্রাম যাতায়াত করে থাকে। ঢাকা টু চট্টগ্রাম রুটের সকল ট্রেনের নাম গুলো হলো:
- সুবর্ণ এক্সপ্রেস (৭০২)
- মহানগর প্রভাতী (৭০৪)
- মহানগর এক্সপ্রেস (৭২২)
- তূর্ণা এক্সপ্রেস (৭৪২)
- সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৮)
- চট্রলা এক্সপ্রেস (৮০২)
- কক্সবাজার এক্সপ্রেস (৮১৪)
- পর্যটক এক্সপ্রেস (৮১৬)
বর্তমানে ঢাকা টু চট্টগ্রাম রুটে এই ৮ টি আন্তঃনগর ট্রেন শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন অসংখ্য যাত্রী নিয়ে চলাচল করে থাকে। এবং এই ট্রেনগুলো দিন এবং রাতের বিভিন্ন সময় যাত্রা শুরু ও শেষ করে থাকে।
ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ২০২৫
ঢাকা টু চট্টগ্রাম রুটে সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতী, মহানগর এক্সপ্রেস, তূর্ণা এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, এবং পর্যটক এক্সপ্রেস এই ৮ টি ট্রেন চলাচল করে। তো এগুলো ট্রেনের ছুটির দিন এবং সময়সূচী নিচে দেওয়া হলো:
| ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | ছুটির দিন |
|---|---|---|---|
| সুবর্ণ এক্সপ্রেস (৭০২) | বিকাল ৪:৩০ মিনিট | রাত ৯:২৫ মিনিট | সোমবার |
| মহানগর প্রভাতী (৭০৪) | সকাল ৭:৪৫ মিনিট | দুপুর ১:৩৫ মিনিট | ছুটি নেই |
| মহানগর এক্সপ্রেস (৭২২) | রাত ৯:২০ মিনিট | রাত ৩:৩০ মিনিট | রবিবার |
| তূর্ণা এক্সপ্রেস (৭৪২) | রাত ১১:১৫ মিনিট | ভোর ৫:১৫ মিনিট | ছুটি নেই |
| সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৮) | সকাল ৭:০০ মিনিট | সকাল ১১:৫৫ মিনিট | বুধবার |
| চট্রলা এক্সপ্রেস (৮০২) | দুপুর ২:১৫ মিনিট | রাত ৮:৩০ মিনিট | শুক্রবার |
| কক্সবাজার এক্সপ্রেস (৮১৪) | রাত ১১:০০ মিনিট | ভোর ৪:০০ মিনিট | সোমবার |
| পর্যটক এক্সপ্রেস (৮১৬) | ভোর ৬:১৫ মিনিট | সকাল ১১:২০ মিনিট | বুধবার |
আটটি ট্রেনের মধ্যে দুটি ট্রেনের সাপ্তাহিক কোন ছুটির দিন নেই আর বাকিগুলো সপ্তাহে একদিন করে ছুটি থাকে। ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের মাধ্যমে যেতে সর্বনিম্ন ৪ ঘণ্টা ৫৫ মিনিট থেকে ৬ ঘন্টা ১৫ মিনিট পর্যন্ত সময় লাগে।
চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৫
ঢাকা থেকে চট্টগ্রাম যেগুলো ট্রেন আসে সেগুলো ট্রেনই চট্টগ্রাম থেকে ঢাকা রুটে চলাচল করে। শুধুমাত্র ট্রেনের নাম্বার ভিন্ন থাকে। ঢাকা টু চট্টগ্রাম রুটের আটটি ট্রেনের নাম, বন্ধের দিন এবং সময়সূচী তালিকা দেখে নিন।
| ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | ছুটির দিন |
|---|---|---|---|
| সুবর্ণ এক্সপ্রেস (৭০১) | সকাল ৭:০০ মিনিট | সকাল ১১:৫৫ মিনিট | সোমবার |
| মহানগর গোধূলি (৭০৩) | দুপুর ৩:০০ মিনিট | রাত ৮ :৪৫ মিনিট | ছুটি নেই |
| মহানগর এক্সপ্রেস (৭২১) | দুপুর ১২:৩০ মিনিট | সন্ধ্যা ৬:৪০ মিনিট | রবিবার |
| তূর্ণা এক্সপ্রেস (৭৪১) | রাত ১১:৩০ মিনিট | ভোর ৫:১০ মিনিট | ছুটি নেই |
| সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭) | ভোর ৫:০০ মিনিট | সকাল ৯:৫৫ মিনিট | মঙ্গলবার |
| চট্রলা এক্সপ্রেস (৮০১) | ভোর ৬:০০ মিনিট | দুপুর ১২:৪০ মিনিট | শুক্রবার |
| কক্সবাজার এক্সপ্রেস (৮১৩) | বিকাল ৪:০০ মিনিট | রাত ৯:০০ মিনিট | মঙ্গলবার |
| পর্যটক এক্সপ্রেস (৮১৫) | রাত ১১:১৫ মিনিট | রাত ৪:২০ মিনিট | বুধবার |
ঢাকা টু চট্টগ্রাম রুটে এ সকল ট্রেন ছুটির দিন ব্যতীত প্রতিদিনই চলাচল করে থাকে। ট্রেনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকা যেতে চাইলে অবশ্যই ট্রেনের যে নির্দিষ্ট সময় রয়েছে তার কিছুক্ষণ আগে রেল স্টেশনে গিয়ে পৌঁছাবেন এতে করে ট্রেন মিস যাওয়ার সম্ভাবনা থাকবেনা।
ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের ভাড়া ২০২৫
ঢাকা টু চট্টগ্রাম আটটি ট্রেনের মধ্যে আলাদা আলাদা আসন বিভাগ রয়েছে সেই আসন বিভাগ অনুযায়ী ভাড়ার তালিকা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আপনাদের সহজে বোঝার সুবিধার্থে ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের ৮ টি ট্রেনের আসন বিভাগ অনুযায়ী ভাড়ার তালিকা দেওয়া হলো:
সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | টিকিটের দাম |
|---|---|
| S_Chair | 450 Taka |
| F_Seat | 685 Taka |
| Snigdha | 855 Taka |
| AC_S | 1025 Taka |
মহানগর প্রভাতী ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | টিকিটের দাম |
|---|---|
| S_Chair | 405 Taka |
| F_Seat | 621 Taka |
| Snigdha | 777 Taka |
| AC_S | 932 Taka |
মহানগর এক্সপ্রেস ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | টিকিটের দাম |
|---|---|
| S_Chair | 405 Taka |
| Snigdha | 777 Taka |
| AC_B | 1448 Taka |
তূর্ণা এক্সপ্রেস ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | টিকিটের দাম |
|---|---|
| S_Chair | 405 Taka |
| Snigdha | 777 Taka |
| F_Berth | 982 Taka |
| AC_B | 1448 Taka |
সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | টিকিটের দাম |
|---|---|
| S_Chair | 450 Taka |
| F_Seat | 685 Taka |
| Snigdha | 855 Taka |
| AC_S | 1025 Taka |
চট্টলা এক্সপ্রেস ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | টিকিটের দাম |
|---|---|
| S_Chair | 405 Taka |
| Snigdha | 777 Taka |
| AC_S | 932 Taka |
কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | টিকিটের দাম |
|---|---|
| S_Chair | 405 Taka |
| Snigdha | 855 Taka |
পর্যটক এক্সপ্রেস ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | টিকিটের দাম |
|---|---|
| S_Chair | 405 Taka |
| Snigdha | 855 Taka |
| AC_S | 1025 Taka |
ঢাকা টু চট্টগ্রাম ট্রেন স্টেশন লিস্ট
ঢাকা টু চট্টগ্রাম যেহেতু আটটি ট্রেন চলাচল করে তো এগুলো ট্রেনের মধ্যে কিছু ট্রেন অনেকগুলো স্টেশন অতিক্রম করে আবার কিছু ট্রেন মাত্র দুই থেকে তিনটি স্টেশন অতিক্রম করে ঢাকা থেকে চট্টগ্রাম যায়। এখানে ঢাকা টু চট্টগ্রাম মহানগর প্রভাতী ট্রেনের স্টেশন লিস্ট দেওয়া হলো:
- ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
- ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- নরসিংদি রেলওয়ে স্টেশন
- ভৈরব বাজার লওয়ে স্টেশন
- ব্রাহ্মণবাড়িয়া লওয়ে স্টেশন
- আখাউড়া লওয়ে স্টেশন
- কুমিল্লা লওয়ে স্টেশন
- লাকসাম লওয়ে স্টেশন
- গুণবতী লওয়ে স্টেশন
- ফেনী লওয়ে স্টেশন
- চট্টগ্রাম লওয়ে স্টেশন
বাকি যে সাতটি ট্রেন রয়েছে সেগুলোর মধ্যে কিছু ট্রেনের স্টেশন লিস্ট এগুলোই আবার কিছু ট্রেনের স্টেশন লিস্ট এতগুলো না। তো আপনারা চাইলে বাংলাদেশ রেলওয়ে এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অন্য ট্রেনগুলোর স্টেশন লিস্ট দেখতে পারবেন।
ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের টিকেট কাটার নিয়ম
ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের টিকেট অনলাইন এবং অফলাইন দুইটি উপায়ে কাটা যায়। অফলাইনে কাটার নিয়ম জানার প্রয়োজন পড়ে না কারণ রেলস্টেশনে গিয়ে সেখান থেকে টিকিট কেটে নেওয়া যায়।
কিন্তু অনলাইনে টিকিট কাটার জন্য সঠিক নিয়ম জানার প্রয়োজন। তো জেনে নিন ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের টিকিট অনলাইনে কিভাবে কাটবেন।
১. প্রথমে গুগলে সার্চ করবেন বাংলাদেশ রেলওয়ে তাহলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে হবে।
২. ওয়েবসাইটে প্রবেশ করার পরে আগে থেকে যদি সেই ওয়েবসাইটের অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে একাউন্ট তৈরি করে নিতে হবে আর যদি অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে লগইন করে নিতে হবে।
৩. এবার প্রথমে ঢাকা নির্বাচন করতে হবে তারপরে চট্টগ্রাম নির্বাচন করতে হবে। যাতায়াতের তারিখ এবং আসন বিভাগ নির্বাচন করে সার্চ ট্রেন লেখায় প্রেস করতে হবে।
৪. তাহলে আটটি ট্রেনের নাম চলে আসবে সেখান থেকে যে ট্রেনের টিকিট কাটতে চাচ্ছেন সেই ট্রেনের নামের নিচে আসনের বা সিটের নাম লেখা থাকবে এবং সেখানে ভাড়াও লেখা থাকবে। এবার Book Now লেখার উপর প্রেস করতে হবে।
৫. এরপরে কোচ নির্বাচন করবেন তারপরে সিট নির্বাচন করবেন। যেগুলো সাদা হয়ে রয়েছে সেগুলো ফাঁকা রয়েছে আর যেগুলো হলুদ রঙ সেগুলো ইতোমধ্যে বুকিং হয়ে গেছে। সিট নির্বাচন করে কন্টিনিউ পার্সেস বাটনে প্রেস করবেন।
৬. এবার যে নাম্বার দিয়ে একাউন্ট খোলা হয়েছে সেই নাম্বারে ৪ সংখ্যার ওটিপি কোড আসবে সেই ওটিপি কোড বসিয়ে ভেরিফাই করে নিতে হবে।
৭. এরপরে অ্যাকাউন্ট যার নামে রয়েছে তার তথ্যগুলো দেখাবে সেখান থেকে যেগুলো তথ্য দেওয়ার প্রয়োজন সেগুলো দিবেন আর যেগুলো আগে থেকে দেওয়া রয়েছে সেগুলো দেওয়ার প্রয়োজন নেই তারপরে প্রসেস লেখায় প্রেস করবেন।
৮. এরপরে অনেকগুলো পেমেন্ট মেথড দেখাবে সেখান থেকে একটা পেমেন্ট মেথড নির্বাচন করে টিকিটের মূল্য পরিশোধ করবেন। পেমেন্ট মেথড হিসেবে বিকাশ, নগদ, রকেট, এবং ব্যাংক কার্ডের অপশন থাকে।
৯. পেমেন্ট পরিশোধ করার সাথে সাথে টিকিট কাটা সম্পন্ন হয়ে যাবে তারপরে আপনারা সেখানে দেখতে পাবেন ভিউ টিকেট নামে অপশন সেখানে প্রেস করলে আপনাদের ট্রেনের টিকিট এর অনলাইন কপি দেখতে পাবেন। এভাবে খুব সহজেই ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের টিকিট কাটতে পারবেন।
ঢাকা টু চট্টগ্রাম কত কিলোমিটার
ঢাকা থেকে চট্টগ্রাম বিভিন্ন রুটে বা বিভিন্ন যানবাহনে দূরত্ব বিভিন্ন রকম হয়ে থাকে। বিভিন্ন রুট এবং যানবাহন অনুযায়ী ঢাকা থেকে চট্টগ্রাম এর দূরত্ব প্রায় সড়কপথে ২৫২.৮ কিলোমিটার এবং রেলপথে ৩৪৬ কিলোমিটার এর মত।
লেখকের মন্তব্য
আশা করছি প্রিয় বন্ধুরা আজকের এই পোস্টটি পড়ার পরে আপনারা জানতে পেরেছেন ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫ এবং ঢাকা টু চট্টগ্রাম ট্রেন সম্পর্কিত আরো বেশ কিছু বিষয়ে। আপনারা যদি ট্রেনের সকল তথ্য জেনে ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে চান তাহলে কোন ধরনের ঝামেলায় পড়তে হবে না।
তারপরেও এই বিষয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকতে পারে তো আপনাদের কোন প্রশ্ন থাকলে সেটা এই পোস্টের নিচে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এবং আরও বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ধন্যবাদ।





