মেট্রোরেলের ভাড়ার তালিকা, মেট্রো রেলের সময়সূচি, এবং মেট্রোরেলের টিকিট কাটার নিয়ম সহ এই সম্পর্কিত আরো বিভিন্ন বিষয়ে আজকের আর্টিকেলে আপনাদেরকে জানানো হবে। মেট্রোরেলে ভ্রমণের আগে এই বিষয়গুলো অনেকেই জানতে চান।
তাই চলুন নিচের অংশগুলো থেকে বিস্তারিতভাবে দেখে এবং জেনে নেওয়া যাক মেট্রোরেল সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
মেট্রোরেলের ভাড়ার তালিকা ২০২৫
মেট্রোরেলের বর্তমানে ১৭টি স্টেশন রয়েছে। উত্তরা উত্তর স্টেশন থেকে শুরু এবং শেষ স্টেশন হলো কমলাপুর। দেখে নিন মেট্রোলের প্রত্যেকটি স্টেশন এর ভাড়ার তালিকা।
উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত ভাড়ার তালিকা
| স্টেশনের নাম | টিকেট মূল্য |
|---|---|
| উত্তরা উত্তর | ০ টাকা |
| উত্তরা সেন্টার | ২৫ টাকা |
| উত্তরা দক্ষিণ | ৩০ টাকা |
| পল্লবী | ৩৫ টাকা |
| মিরপুর ১১ | ৪০ টাকা |
| মিরপুর ১০ | ৪৫ টাকা |
| কাজীপাড়া | ৫০ টাকা |
| শেওড়াপাড়া | ৫৫ টাকা |
| আগারগাঁও | ৬০ টাকা |
| বিজয় সরণি | ৬৫ টাকা |
| ফার্মগেট | ৭০ টাকা |
| কারওয়ান বাজার | ৭৫ টাকা |
| শাহবাগ | ৮০ টাকা |
| ঢাকা বিশ্ববিদ্যালয় | ৮৫ টাকা |
| বাংলাদেশ সচিবালয় | ৯০ টাকা |
| মতিঝিল | ৯৫ টাকা |
| কমলাপুর | ১০০ টাকা |
মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত যাতায়াত করে। কোন যাত্রী যদি উত্তরা উত্তর স্টেশন থেকে সরাসরি কমলাপুর স্টেশন পর্যন্ত আসে তাহলে ১০০ টাকা ভাড়া লাগবে।
মেট্রোরেলের যতগুলো স্টেশন রয়েছে প্রথম স্টেশন থেকে শুরু করে পরবর্তী স্টেশন গুলোতে পাঁচ টাকা করে বৃদ্ধি পাবে এবং এটি রেগুলার ভাড়া। এছাড়া কোনো যাত্রীর কাছে যদি MRT Pass থাকে তাহলে রেগুলার ভাড়ার থেকে কিছুটা কম ভাড়া লাগবে।
মেট্রোরেলের সময়সূচি ২০২৫
মেট্রোরেলের সময়সূচি ২ ভাগে ভাগ করা হয়েছে ১. সাপ্তাহিক কর্ম দিবসের সময়সূচি ২. সাপ্তাহিক শুক্রবার এর সময়সূচী। দেখে নিন দুইটি ভাগে মেট্রোরেলের সময়সূচী।
সাপ্তাহিক কর্ম দিবসের সময়সূচী
সাপ্তাহিক কর্ম দিবস শনিবার থেকে বৃহস্পতিবার মেট্রোরেল প্রথম চলাচল শুরু করে সকাল ৭:১০ মিনিট থেকে এবং একই দিনে সর্বশেষ ট্রেন চলাচল শুরু করে রাত ৯:৪০ মিনিট থেকে। এবং এই ট্রেনগুলো প্রতি ৮ থেকে ১০ মিনিট পর পরে আসে।
সাপ্তাহিক কর্মদিবস মেট্রোরেল সব থেকে বেশি ব্যস্ত থাকে সকাল ৭:৩০ মিনিট থেকে সকাল ৯:৩০ মিনিট পর্যন্ত এবং বিকাল ৫:৩০ মিনিট থেকে রাত ৮:৩০ মিনিট পর্যন্ত। এই সময় যেহেতু অনেক বেশি যাত্রীর চাপ থাকে সেজন্য এই সময় বাদে যদি অন্য সময়ে যান তাহলে আরামে যেতে পারবেন।
সাপ্তাহিক শুক্রবারের সময়সূচী
শুক্রবার সরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকে এই দিনে মেট্রোরেল প্রথম চলাচল শুরু করে দুপুর ৩:০০ মিনিট থেকে এবং শেষ চলাচল শুরু করে রাত ৯:০০ মিনিট থেকে। প্রতি ৮ থেকে ১০ মিনিট পর পর স্টেশনে ট্রেন আসে। এছাড়াও আপনারা মেট্রোরেল স্টেশনে গেলে বড় বড় স্কিনে ট্রেনের সময়সূচী দেখতে পাবেন।
মেট্রোরেল টিকিট কাটার নিয়ম
মেট্রোরেলের টিকিট কাটার জন্য সরাসরি মেট্রোরেলের উপরের স্টেশনে উঠে যাবেন সেখানে যাওয়ার পরে টিকিট কাউন্টার দেখতে পাবেন দুইভাবে টিকিট কাটতে পারবেন একটি হলো ডিজিটাল মেশিনের মাধ্যমে এবং আরেকটি হলো কাউন্টারে কর্তব্যরত ব্যক্তির মাধ্যমে।
ডিজিটাল মেশিনের মাধ্যমে মেট্রোরেলের টিকিট কাটার জন্য প্রথমে আপনাকে লাইনে দাঁড়াতে হবে যদি লাইনে মানুষ না থাকে তাহলে সরাসরি টিকিট কাটা মেশিন এর কাছে চলে যাবেন। মেশিনে দেখতে পাবেন তিনটি অপশন রয়েছে সেখান থেকে আপনি একক যাত্রা অপনে প্রেস করবেন।
সেখানে প্রেস করলে সবগুলো স্টেশন এর নাম চলে আসবে সেখান থেকে সিলেক্ট করে দিবেন আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত যেতে চান। এরপরে ঠিক আছে বাটনে প্রেস করবেন তাহলে আপনার সিলেক্ট করা স্টেশনের ভাড়া কত টাকা তা দেখাবে।
এখন সেই মেশিনের ডান পাশে একটি বুথ দেখতে পাবেন সেখানে আপনার কাছে থাকার টাকা প্রবেশ করাবেন। তাহলে আপনার টিকেটটি প্রসেসিং হয়ে বাম দিকে একটি বুথ রয়েছে সেখান দিয়ে টিকিট বেরিয়ে আসবে সেই টিকিটটি আপনি নিয়ে নিবেন।
এভাবেই ডিজিটাল মেশিনের মাধ্যমে টিকিট কাটতে পারবেন তবে টিকিটের যে মূল্য তার থেকে বেশি টাকা যদি আপনি দেন তাহলে কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনার বাকি টাকা ফেরত দেওয়া হবে।
যদি ডিজিটাল মেশিনের মাধ্যমে টিকিট কাটতে ঝামেলা মনে হয় বা বুঝতে না পারেন তাহলে সরাসরি সেখানে টিকিট কাউন্টার রয়েছে সেখানে গিয়ে একজন ব্যক্তির মাধ্যমে টাকা পরিশোধ করে খুব সহজেই টিকেট কেটে নিতে পারবেন।
ঢাকা মেট্রো রেল স্টেশন লিস্ট – মেট্রোরেল স্টেশন কোথায় কোথায়
বর্তমানে ঢাকা মেট্রোরেলে ১৭ টি স্টেশন রয়েছে। সেগুলো স্টেশনের নাম বাংলা এবং ইংরেজিতে নিচের অংশ থেকে দেখে নিন।
| স্টেশনের নাম বাংলাতে | স্টেশনের নাম ইংরেজিতে |
|---|---|
| উত্তরা উত্তর | Uttara North |
| উত্তরা সেন্টার | Uttara Center |
| উত্তরা দক্ষিণ | Uttara South |
| পল্লবী | Pallabi |
| মিরপুর ১১ | Mirpur 11 |
| মিরপুর ১০ | Mirpur 10 |
| কাজীপাড়া | Kazipara |
| শেওড়াপাড়া | Shewrapara |
| আগারগাঁও | Agargaon |
| বিজয় সরণি | Bijoy Sarani |
| ফার্মগেট | Farmgate |
| কারওয়ান বাজার | Karwan Bazar |
| শাহবাগ | Shahbag |
| ঢাকা বিশ্ববিদ্যালয় | Dhaka University |
| বাংলাদেশ সচিবালয় | Bangladesh Secretariat |
| মতিঝিল | Motijheel |
| কমলাপুর | Kamlapur |
মেট্রোরেল স্টেশন ম্যাপ
ঢাকা মেট্রোরেল স্টেশন ম্যাপ দেখে খুব সহজেই বুঝতে পারবেন কোথা থেকে স্টেশন শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে। নিচে দেওয়া ছবি থেকে দেখে নিন মেট্রোরেলের স্টেশন ম্যাপ।
মেট্রোরেল সাপ্তাহিক বন্ধ ২০২৫ – মেট্রোরেল বন্ধ কবে
বর্তমানে মেট্রোরেলের সাপ্তাহিক কোন বন্ধের দিন নেই অর্থাৎ ঢাকা মেট্রোরেল সপ্তাহে ৭ দিনই যাত্রী নিয়ে চলাচল করে থাকে। তবে সপ্তাহের অন্যান্য দিন যেমন শনিবার থেকে বৃহস্পতিবার মেট্রোরেল সকাল থেকে চলাচল শুরু করে কিন্তু সপ্তাহে একদিন শুক্রবার অর্ধেক দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকে অর্থাৎ শুক্রবার সকালে মেট্রোরেল চলাচল করে না।
শুক্রবারে দুপুর ৩:০০ মিনিট থেকে রাত ৯:০০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। মেট্রোরেল যখন নতুন চলাচল শুরু হয়েছিল তখন সপ্তাহে একদিন শুক্রবার করে বন্ধ থাকতো কিন্তু যাত্রী চাহিদা বিবেচনা করে শুক্রবারের ছুটি একেবারে না দিয়ে অর্ধেক দিন দেওয়া হয়েছে এবং শুক্রবারেও মেট্রো রেল চলাচলের ঘোষণা দেওয়া হয়েছে।
মেট্রোরেলে যাতায়াতের সময় যেগুলো বিষয়ে সচেতন থাকবেন
- টিকিট এবং ভাড়া সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে।
- টিকিট পাঞ্চ করার নিয়ম ভালোভাবে জেনে নিতে হবে।
- সময়সূচী মেনে যাত্রা শুরু করতে হবে।
- ট্রেন আসা বা ছাড়ার সময় দৌড়াদৌড়ি করা যাবে না।
- ট্রেনের মধ্যে ধূমপান করা যাবে না।
- ট্রেনের মধ্যে উচ্চস্বরে কথা বলা বা মোবাইলের সাউন্ড দেওয়া যাবে না।
- মেট্রোরেল নোংরা হয় এমন কোন কিছু ফেলা যাবে না।
- লাইনে অপেক্ষা করার সময় শৃঙ্খলা বজায় রাখতে হবে হুড়হুড়ি করা যাবে না।
- ট্রেনের ভিতরে যদি অনেক ভিড় হয় তাহলে কাউকে ধাক্কা দেওয়া থেকে বিরত থাকতে হবে।
- নির্দিষ্ট গন্তব্যে ট্রেন পৌঁছে গেলে সাবধানে নেমে যেতে হবে।
এভাবে যদি সবাই নিয়মকানুন মেনে মেট্রোরেলে চলাচল করে তাহলে মেট্রোরেলের পরিবেশ অনেক ভালো থাকবে। আর মেট্রোরেল যেহেতু আমাদের দেশের একটি সম্পদ সেজন্য এটাকে সুন্দরভাবে পরিচালনা করা আমাদের সকলেরই দায়িত্ব।
লেখকের মন্তব্য
প্রিয় বন্ধুরা আশা করছি আজকের আর্টিকেলটি পড়ার পরে আপনারা জানতে পেরেছেন মেট্রোরেলের ভাড়ার তালিকা, সময়সূচী সহ আরো বিভিন্ন বিষয়ে। তো আপনি যদি একজন নতুন যাত্রী হয়ে থাকেন তাহলে এগুলো বিষয়ে সম্পর্কে ভালোভাবে জেনে রাখবেন।
এতে করে মেট্রোরেল যাত্রা আপনার জন্য অনেক সুন্দর হবে। আর এই বিষয়ে যদি আপনাদের আরো কোন প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং এরকম আরো তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন ধন্যবাদ।