জামালপুর কমিউটার ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫

জামালপুর কমিউটার ট্রেনের সময়সূচী আজকের এই প্রশ্নের মাধ্যমে আমাদেরকে জানাবো। জামালপুর কমিউটার ট্রেনকে জামালপুর এক্সপ্রেস বলা হয়ে থাকে। এই ট্রেনটি জামালপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে জামালপুর চলাচল করে।

তো চলুন নিচের অংশ থেকে জেনে নেওয়া যাক জামালপুর কমিউটার ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা। এছাড়াও জামালপুর কম্পিউটার ট্রেনের স্টপেজ কোথায় কোথায় রয়েছে এবং সেগুলোর নাম কি সবগুলো বিষয়ে জানানো হবে।

জামালপুর কমিউটার ট্রেনের সময়সূচী ২০২৫

জামালপুর কমিউটার ট্রেন ঢাকা থেকে জামালপুর এবং জামালপুর থেকে ঢাকা যাতায়াত করে এর মাঝে অনেকগুলো স্টেশন রয়েছে জেনে নিন সবগুলো স্টেশনের জামালপুর কমিউটার বা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী।

স্টেশনের নাম সময়সূচী
ঢাকা স্টেশন সকাল ১০:০০ মিনিট
বিমানবন্দর সকাল ১০:২২ মিনিট
জয়দেবপুর সকাল ১০:৫৩ মিনিট
গফরগাঁও দুপুর ১২:১৪ মিনিট
ময়মনসিংহ দুপুর ১:০৫ মিনিট
বিদ্যাগঞ্জ দুপুর ১:৩২ মিনিট
নরুন্দি দুপুর ১:২৫ মিনিট
নান্দিনা দুপুর ২:০৮ মিনিট
জামালপুর টাউন দুপুর ২:২৫ মিনিট
জাফরশাহী দুপুর ২:৫৯ মিনিট
সরিষাবাড়ী দুপুর ৩:২১ মিনিট
তারাকান্দি দুপুর ৩:৪২ মিনিট
জগন্নাথগঞ্জ বাজার দুপুর ৩:৫৬ মিনিট
হেমনগর বিকাল ৪:১৬ মিনিট
ভূঞাপুর বিকাল ৪:৪৫ মিনিট

জামালপুর কমিউটার ট্রেনের সময়সূচী প্রতি সপ্তাহে শুধুমাত্র রবিবার বন্ধ থাকি তাছাড়া প্রতিদিন এইগুলোর রুটে নির্দিষ্ট সময়ে জামালপুর এক্সপ্রেস ট্রেন চলাচল করে থাকে।

জামালপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৫

জামালপুর টু ঢাকা রুটে মোট পাঁচটি আন্তঃনগর ট্রেন নিয়মিত চলাচল করে সেগুলো ট্রেনের নাম হলো যমুনা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস। দেখে নিন জামালপুর টু ঢাকা রুটের সবগুলো ট্রেনের সময়সূচী।

আরো পড়ুন:  ঢাকা টু যশোর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
ট্রেনের নাম ছাড়ার সময় পৌঁছানোর সময় ছুটির দিন
তিস্তা এক্সপ্রেস (৭০৮) দুপুর ৩:৫৬ মিনিট রাত ৮:৩০ মিনিট সোমবার
অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৬) সন্ধ্যা ৬:৪১ মিনিট রাত ১০:৫৫ মিনিট নাই
ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৪) সকাল ৭:৪১ মিনিট দুপুর ১২:১৫ মিনিট নাই
যমুনা এক্সপ্রেস (৭৪৬) রাত ৩:১১ মিনিট সকাল ৮:০০ মিনিট নাই
জামালপুর এক্সপ্রেস (৮০০) সন্ধ্যা ৭:২৫ মিনিট রাত ১১:৫৫ মিনিট রবিবার

প্রতিটাতে নির্দিষ্ট সময়ে রেল স্টেশনে আসে এবং সেখান থেকে যাত্রী নিয়ে যাত্রা করে তাই অবশ্যই নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ আগে রেলস্টেশনে এসে পৌঁছাতে হবে। এবং যদি অনলাইনে টিকিট না কাটা থাকে তাহলে সেখান থেকে টিকিট কেটে নিয়ে ট্রেনে উঠতে হবে।

ঢাকা টু জামালপুর ট্রেনের সময়সূচী ২০২৫

জামালপুর থেকে ঢাকা যেমন নির্দিষ্ট সময় ট্রেন ছাড়ে সেরকম ঢাকা টু জামালপুর ট্রেনে ট্রেন ছাড়ার নির্দিষ্ট সময় রয়েছে। ঢাকা টু জামালপুর রুটে পাঁচটি ট্রেন চলাচল করে সেগুলো ট্রেনের নাম সময়সূচী এবং বন্ধের দিন কবে সবগুলো দেখে নিন।

ট্রেনের নাম ছাড়ার সময় পৌঁছানোর সময় ছুটির দিন
তিস্তা এক্সপ্রেস (৭০৭) সকাল ৭:৩০ মিনিট সকাল ১১:৩৬ মিনিট সোমবার
অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৫) সকাল ১১:৩০ মিনিট দুপুর ৩:৩৮ মিনিট নাই
ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৩) সন্ধ্যা ৬:১৫ মিনিট রাত ১২০:৩৯ মিনিট নাই
যমুনা এক্সপ্রেস (৭৪৫) বিকাল ৪:৪৫ মিনিট রাত ১০:০৫ মিনিট নাই
জামালপুর এক্সপ্রেস (৭৯৯) সকাল ১০:০০ মিনিট দুপুর ২:২৫ মিনিট রবিবার

ঢাকা টু জামালপুর ট্রেন গুলো এই নির্দিষ্ট সময়ে ছাড়ে এবং ৪ ঘন্টা থেকে ৫ ঘন্টা সময় এর মধ্যে ঢাকা থেকে জামালপুর পৌছাই। ট্রেন যাতে মিস না যায় সেজন্য এই সময়ের আগেই স্টেশনে যাবেন।

জামালপুর কমিউটার ট্রেনের ভাড়া

জামালপুর কম্পিউটার ট্রেনের ভাড়া কত তা অবশ্যই জানা উচিত কারণ অনেক সময় দেখা যায় সঠিক না জানার কারণে বেশি টাকা নিয়ে নেই। জামালপুর কমিউটার ট্রেনের ভাড়া সহ ঢাকা টু জামালপুর এবং জামালপুর টু ঢাকা ৫ টি ট্রেনের ভাড়া জেনে নিন।

আরো পড়ুন:  ঢাকা থেকে নোয়াখালী ট্রেনের সময়সূচী, ট্রেনের ভাড়া ও টিকেট

জামালপুর এক্সপ্রেস ট্রেনের ভাড়া

আসন বিভাগ টিকিটের দাম
S_Chair 210 Taka
Snigdha 403 Taka

তিস্তা এক্সপ্রেস ট্রেনের ভাড়া

আসন বিভাগ টিকিটের দাম
S_Chair 210 Taka
F_Seat 322 Taka
Snigdha 403 Taka
AC_S 478 Taka

অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ভাড়া

আসন বিভাগ টিকিটের দাম
Shovan 175 Taka
S_Chair 210 Taka
F_Chair 322 Taka
F_Seat 322 Taka

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ভাড়া

আসন বিভাগ টিকিটের দাম
S_Chair 210 Taka
Snigdha 403 Taka

যমুনা এক্সপ্রেস ট্রেনের ভাড়া

আসন বিভাগ টিকিটের দাম
Shovan 175 Taka
S_Chair 210 Taka
F_Chair 322 Taka
F_Seat 322 Taka

জামালপুর কমিউটার ট্রেনের স্টপেজ

জামালপুর কমিউটার ট্রেন ঢাকা থেকে জামালপুর এবং জামালপুর থেকে ঢাকা যাওয়া আসার পথে অনেকগুলো স্টপেজ বাস স্টেশনে থামে। ঢাকা টু জামালপুর এবং জামালপুর টু ঢাকা রুটের স্টপেজের নাম নিচে দেওয়া হলো:

  • ভূঞাপুর স্টেশন
  • হেমনগর স্টেশন
  • জগন্নাথগঞ্জ বাজার স্টেশন
  • তারাকান্দি স্টেশন
  • সরিষাবাড়ী স্টেশন
  • জাফরশাহী স্টেশন
  • জামালপুর টাউন স্টেশন
  • নান্দিনা স্টেশন
  • নরুন্দি স্টেশন
  • বিদ্যাগঞ্জ স্টেশন
  • ময়মনসিংহ স্টেশন
  • গফরগাঁও স্টেশন
  • জয়দেবপুর স্টেশন
  • বিমানবন্দর স্টেশন
  • কমলাপুর স্টেশন

জামালপুর টু ঢাকা এবং ঢাকা টু জামালপুর যাতায়াত করার সময় এই সকল স্টেশনে ট্রেনগুলো অল্প সময়ের জন্য থামে এবং এগুলো স্টেশন থেকে যা থেকে যাত্রী উঠানামা করে।

লেখকের মন্তব্য

আশা করছি জামালপুর কমিউটার ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা সহ আরো বিস্তারিত তথ্য ও ভালোভাবে আপনারা জানতে পেয়েছেন। এরকম আরও বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী আমাদের ওয়েবসাইটে রয়েছে আপনারা তা দেখতে পারেন।

এবং এই বিষয়ে যদি আপনাদের আরো কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সবার যাত্রা শুভ হোক এই কামনা করে আজকের আর্টিকেল এখানেই শেষ করছি।

4.5/5 - (2 votes)

এই ওয়েবসাইটে ভ্রমণ, শিক্ষা তথ্য এবং বিভিন্ন প্রোডাক্টের দামদর নিয়ে পোস্ট করা হয়ে থাকে। আপনারা যারা অনলাইনে এই বিষয়গুলো জানতে চান তারা ওয়েবসাইটটি নিয়মিত ফলো করতে পারেন।

Sharing Is Caring:

Leave a Comment