পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো। সাবজেক্ট লিস্ট বলতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেকগুলো ডিপার্টমেন্ট বিভাগ রয়েছে সেগুলোর নাম কি তাই জানতে পারবেন।

তাহলে চলুন নিচের অংশগুলো থেকে জেনে নেওয়া যাক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট লিস্ট ডিপার্টমেন্ট বিভাগের নাম গুলো।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোট ৫৫টির মতো ডিপার্টমেন্ট রয়েছে। অনেকেই এই বিশ্ববিদ্যালয় ভর্তি হতে চান তার আগে সাবজেক্ট লিস্ট অর্থাৎ ডিপার্টমেন্ট গুলোর নাম জানতে চান তাই নিচের অংশ থেকে দেখে নিন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট বা ডিপার্টমেন্ট লিস্ট।

Serial No Department Name
1 Department of Human Nutrition and Dietetics
2 Department of Genetics and Animal Breeding
3 Department of Environmental Sanitation
4 Department of Marine Fisheries and Oceanography
5 Department of Fisheries Technology
6 Department of Biochemistry and Food Analysis
7 Department of Animal Products and By products Technology
8 Department of Food Microbiology
9 Department of Post Harvest Technology and Marketing
10 Department of Computer Science and Information Technology
11 Department of Food Technology and Engineering
12 Department of Dairy Science
13 Department of Physiology and Pharmacology
14 Department of Physics and Mechanical Engineering
15 Department of Animal Science
16 Department of Basic Science
17 Department of Agroforestry
18 Department of Economics and Sociology
19 Department of Agricultural Extension and Rural Development
20 Department of Plant Pathology
21 Department of Poultry Science
22 Department of Mathematics
23 Department of Climate Smart Agriculture
24 Department of Fisheries Biology and Genetics
25 Department of Soil Science
26 Department of Finance and Banking
27 Department of Agronomy
28 Department of Computer and Communication Engineering
29 Department of General Animal Science and Animal Nutrition
30 Department of Electrical and Electronics Engineering
31 Department of Community Health and Hygiene
32 Department of Aquaculture
33 Department of Fisheries Management
34 Department of Entomology
35 Department of Microbiology and Public Health
36 Department of Agricultural Engineering
37 Department of Language and Communication
38 Department of Horticulture
39 Department of Anatomy and Histology
40 Department of Geo Information Science and Earth Observation
41 Department of Accounting and Information Systems
42 Department of Genetics and Plant Breeding
43 Department of Pathology and Parasitology
44 Department of Medicine Surgery and Obstetrics
45 Department of Biotechnology
46 Department of Marketing
47 Department of Statistics
48 Department of Agricultural Chemistry
49 Department of Disaster Risk Management
50 Department of Emergency Management
51 Department of Management Studies
52 Department of Environmental Science
53 Department of Law and Land Administration
54 Department of Disaster Resilience and Engineering
55 Department of Agricultural Botany
আরো পড়ুন:  অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ, ৪র্থ বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তির নিয়োগ যখন দিয়ে থাকে তখন সে নিয়োগ বিজ্ঞপ্তিতে ভর্তি যোগ্যতা উল্লেখ করা থাকে। যেহেতু এখন ভর্তি বিজ্ঞপ্তি দেয়নি বা ভর্তি চলছে না তাই ঐরকম ভাবে ভর্তি যোগ্যতা বলা সম্ভব নয়।

তবে আপনাদের জন্য আগের যে ভর্তি যোগ্যতা রয়েছে সেটার তথ্য এখানে দিয়ে দেওয়া হলো। সেই ভর্তি যোগ্যতা গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভর্তি যোগ্যতা কেমন হতে পারে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য যেগুলো যোগ্যতা প্রয়োজন: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা বিভিন্ন বছর বিভিন্ন রকম হয়ে থাকে যেমন বিভিন্ন বিভাগ থেকে আসন সংখ্যা ৩৫০ থেকে ৭০০ এর বেশি পর্যন্ত আসন সংখ্যা হয়ে থাকে।

তবে এটা সব সময় একই রকম থাকে না। যখন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তখন আপনাদেরকে আবারো জানিয়ে দেওয়া হবে সেই মুহূর্তে আসন সংখ্যা কতটি থাকবে।

লেখকের মন্তব্য

প্রিয় বন্ধুরা আশা করছি আজকের আর্টিকেলটি পড়ার পরে আপনারা জানতে পেরেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে। তারপরও যদি আপনাদের এই বিষয়ে আরো কোন জানার থাকে তাহলে সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।

এছাড়া যখন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তখন আপনাদেরকে আবারো আপডেটের মাধ্যমে সেই ভর্তি বিজ্ঞপ্তির সকল তথ্য জানিয়ে দেয়া হবে যাতে করে আপনারা খুব সহজেই ভর্তির জন্য আবেদন করতে পারেন। তো সবাই ভালো থাকবেন আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

Source: www.pstu.ac.bd

5/5 - (1 vote)

এই ওয়েবসাইটে ভ্রমণ, শিক্ষা তথ্য এবং বিভিন্ন প্রোডাক্টের দামদর নিয়ে পোস্ট করা হয়ে থাকে। আপনারা যারা অনলাইনে এই বিষয়গুলো জানতে চান তারা ওয়েবসাইটটি নিয়মিত ফলো করতে পারেন।

Sharing Is Caring:

Leave a Comment